শান্তিগঞ্জে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত ৩

প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২১

শান্তিগঞ্জে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত ৩

শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জের পাথারিয়া ইউনিয়নের দর্গাপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় ৩ জন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকাল ৪টায় উপজেলার পাথারিয়া ইউনিয়নের দর্গাপুর গ্রামের ইমদাদুল হক গং ও তৈয়বুর রহমান গংদের মাঝে মোবাইল ও টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। এবং তৈয়বুর রহমান গংদের সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ইমদাদুল হকের দুুই পুুত্র ফয়জুল হক (৩৭) ও জমিরুল হক (৩৫), আজির উদ্দিন (৩৬) পিতা হারুন মিয়া।

এলাকাবাসী সুত্রে জানা যায় গুরুতর আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত ডাক্তার রোগীর অবস্থা আশংকা জনক হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ রেফার করে।

শান্তিগঞ্জ থানা পুলিশের এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ইতিমধ্যে উক্ত ঘটনাস্থল থেকে দু-পক্ষের ৭ জনকে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।