সিলেট ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২০
সিল-নিউজ-বিডি ডেস্ক :: পাকিস্তানে করোনায় আক্রান্তের প্রকোপতা দিন দিন বাড়ছে। এবার করোনা হানা দিয়েছে পাকিস্তানের মন্ত্রিপরিষদে। সোমবার করোনায় আক্রান্ত হয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডা. জাফর মির্জা। এক টুইট বার্তায় তিনি নিজে এ কথা জানিয়েছেন। এর আগে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি করোনায় আক্রান্ত হন।
স্বাস্ত্রমন্ত্রী এক টুইট বার্তায় বলেন, আমি করোনা পজিটিভ। স্বাস্থ্য পরামর্শ অনুযায়ী আমি বাড়িতে আইসোলেশনে রয়েছি এবং সব ধরনের পূর্বসতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি। আমার জন্য আপনার দোয়া করবেন। আপনারা আপনাদের কাজ চালিয়ে যান। বড় পার্থক্য তৈরি করে যাচ্ছেন আপনারা এবং আপনাদের নিয়ে আমি গর্বিত।
এর আগে জুনে রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ করোনায় আক্রান্ত হয়েছিলেন। তিনিসহ ১৬ জন রাজনীতিবিদের কোভিড-১৯ ধরা পড়েছিল ওই সময়। তার আগে পার্লামেন্টের স্পিকার আসাদ কায়সারের করোনা পজিটিভ হয়। এবার দুই দিনের ব্যবধানে মন্ত্রিসভার ২ গুরুত্বপূর্ণ ব্যক্তির শরীরে এই ভাইরাসের উপস্থিতি মিলেছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
আইটি সম্পাদক : মাসুম আহমদ
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি