সিলেট ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৬ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২১
অনলাইন ডেস্ক
করোনা মহামারিতে চলমান ক্রান্তিকালে মানুষের সুরক্ষায় নরসিংদীতে কোভিড ডেডিকেটেড হাসপাতালের জন্য ১০০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। শনিবার বিকাল ৪টায় নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে এসব অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়।
বসুন্ধরা গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর ও ল্যান্ড ডেভেলপমেন্ট-এর প্রধান সমন্বয়ক মাহবুবুর রহমান তুহিন এসব সিলিন্ডার জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খানের কাছে হস্তান্তর করেন। এসময় মাহবুবুর রহমান তুহিন বলেন, ‘দেশের মানুষের প্রতিটি সংকটময় মুহূর্তে বসুন্ধরা গ্রুপ মানুষের পাশে ছিল। এরই ধারাবাহিকতায় করোনার মাহামারিতে মানুষের সুরক্ষায় প্রান্তিক জনগোষ্ঠীকে খাদ্যদ্রব্য দিয়ে সহায়তা করা হয়েছে। কোভিড ফ্রন্টলাইনারদের হ্যান্ড স্যানিটাইজারসহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী দেয়া হয়েছে। এই মুহূর্তে হাসপাতালগুলোতে অক্সিজেনের ঘাটতি মেটাতে বসুন্ধরা গ্রুপ এগিয়ে এসেছে। ক্রমান্বয়ে দেশের বিভিন্ন জেলায় অক্সিজেন সরবরাহ করা হচ্ছে।
এসময় জেলা প্রশাসক বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানিয়ে বলেন, সারাদেশের ন্যায় নরসিংদীতেও বর্তমানে করোনা রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমাদের কোভিড হাসপাতালে আসনের তুলনায় রোগীর সংখ্যা বেশি। করোনা রোগীদের চিকিৎসার জন্য অক্সিজেন আবশ্যক। হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন না থাকার কারণে আমাদের অক্সিজেন সিলিন্ডার দিয়ে রোগীদের চিকিৎসা করতে হচ্ছে। কিন্তু হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারের অভাব রয়েছে। বর্তমান করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে বসুন্ধরা গ্রুপের অক্সিজেন সিলিন্ডার নরসিংদী জেলার করোনা মোকাবিলায় ভূমিকা রাখবে। করোনা পরিস্থিতিতে প্রাপ্ত এই সিলিন্ডারগুলো জেলা সদরসহ উপজেলার হাসপাতালগুলোতে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা হবে।
এসময় সিলিন্ডার হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মুশফিকুর রহমান, নরসিংদীর সিভিল সার্জন মো. নূরুল ইসলাম, বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক নাজমুল আলম ভূঁইয়া, বসুন্ধরা গ্রুপের জিএম (টাউন প্ল্যানার) মোহাম্মদ মামুনুর রশিদসহ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি