সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২১
অনলাইন ডেস্ক :: ভয়াবহ দাবানলের কবলে পড়েছে তুরস্ক। বিশেষ করে দেশটির জনপ্রিয় পর্যটন এলাকার বনে আগুন ছড়িয়ে পড়ায় পর্যটকরা বাধ্য হচ্ছেন এলাকা ছেড়ে পালাতে। ইতোমধ্যে আগুনে আটজনের মৃত্যু হয়েছে দেশটিতে।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির একটি ভিডিওতে দেখা যায়, সড়কে বেশ কিছু গাড়ির পেছনেই দাউ দাউ করে জ্বলছে আগুন, যার কারণে আকাশ দেখা যাচ্ছে না।
তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় বুধবার থেকে দাবানল ছড়িয়ে পড়ে। যার কারণে মুগলা প্রদেশের বদরাম এবং মারমারিসের জনপ্রিয় অবকাশযাপন কেন্দ্রগুলো থেকে স্থানীয় ও পর্যটকরা প্রাইভেট বোটের মাধ্যমে পালাতে বাধ্য হচ্ছেন।
ভিডিওতে দেখা যায়, পর্যটকরা বোট নিয়ে নিরাপদ স্থানে চলে যাচ্ছেন। অবকাশযাপন কেন্দ্রের কর্মীরা পর্যটকদের বোটে উঠতে সাহায্য করছেন।
খবরে বলা হয়, ইতোমধ্যে তুরস্ক ১২০টি আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তবে স্থানীয় ও বিদেশি দমকলকর্মীরা আগুন পুরোপুরি নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
মারমারিস থেকে বোটের মাধ্যমে সরিয়ে নেওয়ার সময় এক পর্যটক বলেন, পরিস্থিতি এখন ভয়াবহ। আমি এমন পরিস্থিতি আগে কখনও দেখিনি। আগে আগুন লাগত সামান্য। কিন্তু এমন পরিস্থিতি আগে কখনও দেখিনি। এটি শুধু এখানে নয়, সবখানেই আগুন।
কর্তৃপক্ষ বলছে, ইতোমধ্যে দাবানল অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি