সিলেট ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২০
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নে অস্ত্রের মুখে এক গৃহবুধকে (২২) ধর্ষণের ঘটনায় আরেক যুবককে গ্রেফতার করেছে র্যাব। মুক্তার হোসেন (২৪) নামের ওই যুবক কানাইঘাটের ব্রাহ্মণগ্রামের আলতাব আলী আলতাইয়ের ছেলে।
গতকাল রবিবার দিবাগত রাতে তাকে বিয়ানীবাজার থানাধীন কাকুরা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আজ সোমবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব।
এর আগে, এ ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আবুল কালাম আজাদকে (২৫) গতকাল রবিবার সকালে গোয়াইনঘাট উপজেলা থেকে গ্রেফতার করা হয়। তিনি কানাইঘাটের ব্রাহ্মণগ্রামের নূর উদ্দিনের ছেলে।
র্যাব জানায়, গত ২ জুলাই বাড়িতে একা থাকায় ওই গৃহবধুকে অস্ত্রের মুখে জিম্মি করে পালাক্রমে গণধর্ষণ করেন আজাদ ও মুক্তার। পরে ঘরে থাকা নগদ টাকা নিয়ে পালিয়ে যান তারা। ভিকটিমের কান্নাকাটি শুনে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে ভর্তি করেন।
ওই গৃহবধু ৫ জুলাই কানাইঘাট থানায় মামলা দায়ের করেন। মামলায় আজাদ ও মুক্তারকে আসামি করা হয়।
মামলার দিনই পুলিশ আবুল কালাম আজাদকে গ্রেফতার করে। আর রবিবার দিবাগত রাতে র্যাবের হাতে গ্রেফতার হলেন মুক্তার হোসেন।
র্যাব-৯ এর এএসপি ওবানই জানান, গ্রেফতারকৃত আজাদকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি