সিলেট ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২১
হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের বানিয়াচঙ্গে মোটর সাইকেল চোর চক্রের সদস্য মো. তোফায়েল আহমেদ (২০)-কে গ্রেফতার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং সদরের শরীফখানি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তোফায়েল আহমেদ শরীফখানি মহল্লার মোঃ আব্দুর রউফের পুত্র।
বুধবার বিকেলে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন বানিয়াচং থানার (ওসি) মোহাম্মদ এমরান হোসেন।
তিনি জানান, সম্প্রতি বানিয়াচঙ্গে মোটরসাইকেল চুরির ঘটনা বেড়েছে। গত কয়েকদিনে বেশ কয়েকটি মোটর সাইকেল চুরি হয়েছে। এরই প্রেক্ষিতে চোরদের ধরতে অভিযানে নামে পুলিশ। এক পর্যায়ে মোটরসাইকেল চোর চক্রের সদস্য তোফায়েলকে মঙ্গলবার দিবাগত ভোর রাতে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মোটর সাইকেল চুরি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। বুধবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
ওসি আরো জানান, এর পুর্বে বানিয়াচঙ্গের যাত্রাপাশা এলাকায় অভিযান চালিয়ে আজিজুর রহমান হেলাল নামে অপর আরেক মোটর সাইকেল চোরকে গ্রেফতার করা হয়। পরে সে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয় এবং চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। বর্তমানে সেও কারাগারে রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি