বার্সা ছেড়ে কোন দলে যাচ্ছেন মেসি?

প্রকাশিত: ৭:৫৬ পূর্বাহ্ণ, আগস্ট ৬, ২০২১

বার্সা ছেড়ে কোন দলে যাচ্ছেন মেসি?

অনলাইন ডেস্ক

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এলো আনুষ্ঠানিক ঘোষণা। দীর্ঘ ২০ বছর পর বার্সেলোনা ছাড়ছেন ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে এ খবর।

মূলত, স্প্যানিশ লা লিগার নিয়ম অনুযায়ী অর্থনৈতিক জটিলতার কারণে মেসির সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করতে পারছে না বার্সেলোনা। তাই এখন ফ্রি এজেন্ট খেলোয়াড় হয়ে গেছেন মেসি। অর্থাৎ এখন কোনো ট্রান্সফার ফি ছাড়াই যেকোনো ক্লাবে যোগ দিতে পারবেন মেসি। আর এ সম্ভাবনায় এরই মধ্যে উঠে এসেছে বেশ কয়েকটি ক্লাবের নাম।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানাচ্ছে ইংল্যান্ড, ইতালি বা ফ্রান্সের ৪টি ক্লাবের মধ্যে যেকোনো একটিতে যেতে পারেন মেসি। এ তালিকায় সবার আগে রয়েছে ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইর (প্যারিস সেইন্ট জার্মেই) নাম। গত জুনে মেসির সঙ্গে বার্সেলোনার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর থেকেই ধারাবাহিকভাবে আগ্রহ প্রকাশ করে এসেছে ক্লাবটি।

পিএসজির পরই আসছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির নাম। কেননা গতবছর মেসিকে কেনার জন্য ৭০০ মিলিয়ন ইউরো পর্যন্ত খরচ করার আগ্রহ দেখিয়েছিল তারা।

এরপর আলোচনায় রয়েছে ইংল্যান্ডের আরেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও ইতালির ক্লাব জুভেন্টাসের নাম। যদিও মেসিকে কেনার কোনো ইচ্ছার কথা আগে জানায়নি ইউনাইটেড। তবে ফ্রি এজেন্ট হওয়ার পর তাকে নেয়ার দৌড়ে নিশ্চিতভাবেই নাম লেখাবে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাবটি।অন্যদিকে জুভেন্টাসে গেলে চির প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে একই জার্সি পরে খেলতে পারবেন মেসি। যদিও এটির সম্ভাবনা বেশ কম।

সূত্র : মার্কা