সিলেট ২৪শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২০
অনলাইন ডেস্ক :;
কুয়েতে নভেম্বরে নির্বাচনের আগে দেশটির আবাসন আইন সংস্কার করা হচ্ছে। ফলে দেশটি থেকে ১৩ লাখ প্রবাসীকে নিজ দেশে ফিরতে হবে।
দৈনিক কুয়েত টাইমস দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আনাস আল-সালেহকে উদ্ধৃত করে বলছে, নতুন আবাসনের আইনের মাধ্যমে কয়েক মাসের মধ্যে দেশে বাস করা প্রবাসীদের সংখ্যা কমিয়ে দেওয়া হবে।
দেশটির অ্যাসেম্বলি স্পিকার মারজৌক আল-ঘানেম বলেছেন, দেশটি শ্রমজীবী নয় বরং ‘দক্ষ’ অভিবাসীদের দিকে মনোনিবেশ করবে। ১৩ লাখ বিদেশি যারা হয় নিরক্ষর বা নিছক পড়তে ও লিখতে পারে তারা দেশের অগ্রাধিকার ছিল না।
তিনি বলেন, আমি বুঝতে পারি যে আমরা চিকিৎসক ও দক্ষ জনশক্তি নিয়োগ করি এবং অদক্ষ শ্রমিকের নিয়োগ করি না। ভিসা ব্যবসায়ীরা এই সংখ্যা বৃদ্ধিতে অবদান রাখছেন।
সংস্কার করা খসড়া আইনটি প্রতি বছর বিভিন্ন সংস্থাগুলো দ্বারা নিয়োগপ্রাপ্ত বিদেশি নাগরিকদের সংখ্যা সীমাবদ্ধ করবে এবং তাদের দক্ষতার ভিত্তিতে নিয়ম মেনে নিয়োগ দেবে, যোগ করেন তিনি।
আল-গানেম বলেন, কুয়েত সংসদ নভেম্বরের নির্বাচনের আগে অক্টোবরের মধ্যেই এই আইনটি তৈরি করবে।
গালফ নিউজ জানিয়েছে, এর আগে গতমাসে কুয়েতের প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল-খালিদ আল সাবাহ প্রবাসীদের সংখ্যা ৭০ শতাংস থেকে কমিয়ে ৩০ শতাংস করার পরামর্শ দিয়েছেন।
সূত্র: আরব নিউজ
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি