সিলেটে গণটিকা কার্যক্রম পরিদর্শনে শফিক চৌধুরী

প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২১

সিলেটে গণটিকা কার্যক্রম পরিদর্শনে শফিক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক :: করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সিলেটেও গণটিকাদান কার্যক্রমের উদ্বোধন হয়েছে। প্রতিটি টিকাকেন্দ্রে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।

শনিবার উদ্বোধনী দিনে সিলেট নগরীর বিভিন্ন টিকাকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী।

সকাল থেকে তিনি নগরীর অছিয়ত আলী করিমুন্নেছা হাফিজিয়া মাদ্রাসা, হাজী শফিক উচ্চ বিদ্যালয়, মিরাপাড়া আব্দুল লতিফ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুর্যের হাসি ক্লিনিক রাজপাড়া টিকাকেন্দ্র পরির্দশন করেন।

এসময় টিকাকেন্দ্রগুলোতে মাস্ক ও সুরক্ষাসামগ্রীও বিতরণ করেন শফিকুর রহমান চৌধুরী।

এসময় তিনি বলেন, ‘সিলেটে গণটিকাদান কার্যক্রমে গণজোয়ার তৈরি হয়েছে। লোকজন করোনার সংক্রমণ ঠেকাতে সচেতন হচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার গণহারে বিনামূল্যে টিকা দিচ্ছে। এই উদ্যোগে সকলকে সামিল হতে হবে।’

তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশ করোনা পরিস্থিতি মোকাবেলা করা হচ্ছে। সবাই টিকা নিলে ও স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা করোনামুক্ত বাংলাদেশ গড়তে পারবো।’

টিকা কার্যক্রম পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা এটিএম বদরুল ইসলাম, টুলটিকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন, ইউপি সদস্য হাবিবুর রহমান ফয়সল, যুবনেতা কবিরুল ইসলাম কবির, মারুফ আহমদ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ