সিলেট ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২০
কানাইঘাট প্রতিনিধি: করোনা দুর্যোগকালীন সময়ে রোটারী ক্লাব অব সিলেট গ্রিন সিটি’র উদ্যোগে কানাইঘাট সাতবাঁক ইউনিয়নের দেড় শতাধিক অসহায় পরিবারের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুর ১২টায় স্থানীয় জুলাই জামেয়া মাদ্রাসা প্রাঙ্গনে রোটারী ক্লাব অব সিলেট গ্রিন সিটি’র ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান সাংবাদিক শাহজাহান সেলিম বুলবুলের অর্থায়নে এবং উপস্থিতিতে স্বাস্থ্য সুরক্ষাও খাদ্য সামগ্রী বিতরণ কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সাংবাদিক আলা উদ্দিন, ইউপি সদস্য জাহাঙ্গীর শামীম কামরুল, এলাকার বিশিষ্ট মুরব্বী হোসেন আহমদ, ক্বারী আব্দুর রহিম মাখদুমি, জামাল উদ্দিন, হাসান আহমদ, নুর আহমদ, মাদ্রাসা শিক্ষক মাওলানা জাকারিয়া, সমাজকর্মী হাফিজ জাকির হোসেন, সৈয়দ আবুল হারিছ, বাবুল আহমদ, ইজ্জাদুর রহমান, ইঞ্জিনিয়ার শাকির হোসেন, শিক্ষার্থী আবুল কালাম, আবু তাহের, তারেক আহমদ প্রমুখ।
এ সময় উক্ত ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি শাহজাহান সেলিম বুলবুল বলেন, আর্তমানবতার সেবায় সমস্ত রোটারীয়ানরা বিভিন্ন দুর্যোগকালীন সময়ে দেশের অসহায় মানুষের পাশে থেকে নানা ভাবে সহযোগিতা করে যাচ্ছেন। রোটারী ক্লাব অব সিলেট গ্রিণ সিটি’র বিভিন্ন সমাজসেবা মূলক কর্মকান্ড তুলে ধরে তিনি বলেন, করোনা দুর্যোগকালীন সময়ে ক্লাবের রোটারিয়ানরা সমগ্র সিলেট আর্তমানবতা মূলক বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে আজকে আমরা আপনাদের পাশে সাধ্যানুযায়ী সুরক্ষা ও খাদ্য সামগ্রী নিয়ে এসেছি। ভবিষ্যতেও এ ক্লাবের উদ্যোগে সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি