শান্তিগঞ্জে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকীতে আলোচনা সভা

প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২১

শান্তিগঞ্জে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকীতে আলোচনা সভা

শান্তিগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সহধর্মিণী, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কর্ম ও জীবন নিয়ে ভার্চ্যুয়াল আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামানের সভাপতিত্বে উক্ত ভার্চ্যুয়াল আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন শরিফী, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সুকুমার চন্দ্র, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল হেকিম, থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী মুক্তাদির হোসেন, একাডেমিক সুপার ভাইজার নুরে আলম সিদ্দিকী, প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ ও সদস্য সামিউল কবির।

এসময় ভার্চ্যুয়াল আলোচনা সভায় যুক্ত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমদ, সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা, ইউআরসি ইন্সট্রাক্টর আব্দুল মান্নান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম চন্দ্র তালুকদার, শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবির, তথ্য অফিসার শাপলা আক্তার, উপ সহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক, উপজেলা নির্বাহী অফিসের নাজির আবু বকর সিদ্দিক, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হাকিম, প্রেসক্লাবের সদস্য ছায়াদ হোসেন সবুজ প্রমুখ।