মৌলভীবাজার পৌরসভার আয়োজনে বঙ্গমাতা’র ৯১তম জন্মদিন পালন

প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২১

মৌলভীবাজার পৌরসভার আয়োজনে বঙ্গমাতা’র ৯১তম জন্মদিন পালন

স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী পালন করেছে মৌলভীবাজার পৌরসভা।
রোববার (৮ আগস্ট)। দিবসটি উপলক্ষে পৌরসভা সভাকক্ষে পৌর মেয়র মোঃ ফজলুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার ও হবিগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সৈয়দা জোহরা আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার মেধা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান।
প্রধান অতিথি বলেন, বাঙালীর শ্রেষ্ঠ অর্জন দেশের স্বাধীনতাসহ বঙ্গবন্ধুর সকল লড়াই সংগ্রাম ও আন্দোলনের নেপথ্যের প্রেরণাদাত্রী ছিলেন ফজিলাতুন্নেছা মুজিব। তিনি বঙ্গবন্ধুর সমগ্র রাজনৈতিক জীবন ছায়ার মতো অনুসরণ করে তার প্রতিটি রাজনৈতিক কর্মকান্ড প্রেরণার উৎস হয়ে থাকবে।
জাতির পিতার আমৃত্যু সঙ্গী, বাংলার মহিয়সী নারী বঙ্গমাতা ফজিলাতুন নেছা ১৯৩০ সালের ৮ আগস্ট গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার ডাকনাম ছিল রেণু। বঙ্গবন্ধু তাকে এ নামেই ডাকতেন। তার পিতার নাম শেখ জহুরুল হক এবং মাতার নাম হোসনে আরা বেগম।
এক ভাই দুই বোনের মধ্যে তিনি ছিলেন ছোট। তিনি ৫ বছর বয়সেই পিতামাতা হারান। ৮ বছর বয়সে চাচাতো ভাই শেখ মুজিবের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর থেকেই তিনি ছিলেন জাতির পিতার আমরণ সঙ্গী। এই মহীয়সী নারী ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুর সঙ্গে সপরিবারে স্বাধীনতা বিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে খুনিচক্রের বুলেটের আঘাতে নির্মমভাবে শহীদ হয়েছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ