সরকার জাতীয় স্বার্থে সঠিক সিদ্ধান্ত নিবে : অতিরিক্ত সচিব, তদন্ত টিমের প্রধান শিবনাথ রায় (ভিডিও)

প্রকাশিত: ১০:৩১ পূর্বাহ্ণ, আগস্ট ৯, ২০২১

সরকার জাতীয় স্বার্থে সঠিক সিদ্ধান্ত নিবে : অতিরিক্ত সচিব, তদন্ত টিমের প্রধান শিবনাথ রায় (ভিডিও)

চুক্তির শর্তভঙ্গ করে ছাতকে লাফার্জ হোলসিম খোলাবাজারে চুনাপাথর বিক্রির অভিযোগ

জুনেদ আহমদ, ছাতক : ছাতকে লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড কর্তৃক চুনাপাথর ক্রাশিং করে খোলাবাজারে বিক্রির বিষয়ে দায়েরি অভিযোগের শুনানী অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮আগষ্ট) ছাতক সিমেন্ট কোম্পানীর গেষ্ট হাউজে এ শুনানী অনুষ্ঠিত হয়। শুনানী করেন, বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রনালয়ের (রাষ্ট্রয়াত্ত কর্পোরেশন) অতিরিক্ত সচিব, শিবনাথ রায়। এসময় উপস্থিত ছিলেন, যুগ্ম সচিব ও বিসিআইসির পরিচালক বেগম জেসমিন নাহার, ছাতক সিমেন্ট ফ্যাক্টরীর ব্যবস্থাপনা পরিচালক এএফএম আবদুল বারী।

শুনানী শেষে বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রনালয়ের (রাষ্ট্রয়াত্ত কর্পোরেশন) এর অতিরিক্ত সচিব, তদন্ত টিমের প্রধান শিবনাথ রায় ব্যবসায়ীদের বলেছেন,আপনারা সরকারের রাজস্ব, শ্রমিক, ব্যবসায়ীদের ও দেশের স্বার্থে কাজ করছেন পাশাপাশি শান্তিপূর্ন ভাবে দাবী-দাওয়া নিয়ে কাজ করছেন। এভাবে আপনারা কাজ করুন সরকার জাতীয় স্বার্থে সঠিক সিদ্ধান্ত নিবে ।

শুনানীতে লাফার্জ হোলসিমের পক্ষে প্ল্যান্ট ম্যানেজার হারপাল সিং, ফাইন্যান্স ম্যানেজার খায়রুল আমিন ও হেড অব অপারেশন অরুন কুমার সাহা অংশ গ্রহন করেন। শুনানীতে জ্যেষ্ঠতার ভিত্তিতে লাফার্জ হোলসিমের সিএফও ইকবাল চৌধুরী, লিগ্যাল ডাইরেক্টর মিজানুর রহমান , চীপ কর্পোরেটঅ্যাপেয়ার্স অফিসার আসিফ ভূইয়া উপস্থিত থাকার কথা থাকলেও তারা আসেননি। ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের পক্ষে শুনানীতে অংশ গ্রহন করেন পরিষদের আহবায়ক, ছাতক লাইমষ্টোন ইম্পোর্টাস এন্ড সাপ্লায়ার্স গ্রুপের প্রেসিডেন্ট, আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী, ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব হাজী আবুল হাসান, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি ফজলু মিয়া চৌধুরী, ছাতক লাইমষ্টোন ইম্পোর্টাস এন্ড সাপ্লায়ার্স গ্রুপের সেক্রেটারী অরুন দাস ও লেবার শ্রমিক ইউনিয়নের সভাপতি ওয়ারিছ আলী। লাফার্জ হোলসিম কর্তৃক অবৈধভাবে খোলাবাজারে ক্রাসিং চুনাপাথর বিক্রিতে ছাতকের ঐতিহ্যবাহী চুনাপাথর ও পাথর ব্যবসায় নেতিবাচক প্রভাবের বিষয়টি তুলে ধরে তদন্ত কমিটির কাছে সাক্ষাৎকার প্রদান করেন ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কাজী আনোয়ার মিয়া আনু, পৌর কাউন্সিলর ইরাজ মিয়া ও হাজী নাজিমুল হক। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন, ছাতক শুল্ক ষ্টেশনের রাজস্ব কর্মকর্তা জসিম উদ্দিন, ছাতক ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক সমছু মিয়া, চুনাপাথর ব্যবসায়ী হাজী নূরু মিয়া তালুকদার, হাজী আলী আজগর সোহাগসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী বলেন, লাফার্জ অবৈধভাবে ক্রাশিং চুনাপাথর বিক্রি করে এখানের আড়াইশ বছরের পুরাতন চুনাপাথর ব্যবসাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। বিভিন্ন মন্ত্রনালয়ে এ ব্যাপারে লাফার্জের বিরুদ্ধে অভিযোগ দেয়া হলে এর বিপরীতে লাফার্জ ক্রাশিং চুনা পাথর বিক্রির কোন বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়েছে। ব্যবসার স্বার্থে বিষয়টি দ্রুত ব্যবস্থা গ্রহনের দাবীও জানান তিনি। তদন্ত শেষে এ সংক্রান্ত বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা পর্যালোচনা করে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন তদন্ত টিমে থাকা কর্মকর্তাগন।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ছাতক উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, থানার ওসি শেখ নাজিম উদ্দিন, ছাতক শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা জসিম উদ্দিন, ছাতক বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি ইলিয়াছ চৌধুরী, পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সভাপতি ও ছাতক প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির উপদেষ্টা নুরু মিয়া তালুকদার, ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সহ-সভাপতি ও দোহালিয়া ইউনিয়নের চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু, ছাতকবাজার চাউল ব্যবসায়ী সমিতির সভাপতি ও ছাতক সদর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, পৌর কাউন্সিলর ইরাজ মিয়া, নাজিমুল হক, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সহ সভাপতি আলী আজগর সোহাগ, ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সাধারন সম্পাদক সমছু মিয়া ও সুনামগঞ্জ জেলা রড-সিমেন্ট,ঢেউটিন মার্চেন্ট গ্রুপের সাধারণ সম্পাদক কয়েছ আহমদ প্রমূখ।
ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক, ছাতক লাইমষ্টোন ইম্পোর্টার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের প্রেসিডেন্ট, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজের পরিচালক ও এফবিসিসিআই’র ভুমি মন্ত্রনালয় কমিটির চেয়ারম্যান আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী বলেন, ছাতকস্থ লাফার্জ কর্তৃক ক্রাশিং চুনাপাথর বিক্রি বন্ধে আমরা ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে শিল্প মন্ত্রনালয়ের মন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি দিয়েছিলাম। এর প্রেক্ষিতে এ শুনানী হয়েছে।
লাফার্জ হোলসিম কোম্পানীর প্লান্ট ম্যানেজার হারপাল সিংহের কাছে এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের কাছে তিনি কোন মন্তব্য করতে নারাজ।

বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রনালয়ের (রাষ্ট্রয়াত্ত কর্পোরেশন) এর অতিরিক্ত সচিব, তদন্ত টিমের প্রধান শিবনাথ রায় ব্যবসায়ীদের বলেছেন,আপনারা সরকারের রাজস্ব, শ্রমিক, ব্যবসায়ীদের ও দেশের স্বার্থে কাজ করছেন পাশাপাশি শান্তিপূর্ন ভাবে দাবী-দাওয়া নিয়ে কাজ করছেন। এভাবে আপনারা কাজ করুন সরকার জাতীয় স্বার্থে সঠিক সিদ্ধান্ত নিবে ।
বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রনালয়ের (রাষ্ট্রয়াত্ত কর্পোরেশন) এর অতিরিক্ত সচিব, তদন্ত টিমের প্রধান শিবনাথ রায় সাংবাদিকদের বলেন, দু’পক্ষের বক্তব্য তিনি শুনেছেন। এ তদন্তের রিপোর্ট সঠিক ভাবে উপস্থাপন করা হবে।তবে শুনানীতে লাফার্জ স্বপক্ষে কাগজাদী জমা দিতে পারেনি ।

 

এ সংক্রান্ত আরও সংবাদ