জগন্নাথপুরে করোনা ভাইরাস উপসর্গে ৩ জনের মৃত্যু

প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২১

জগন্নাথপুরে করোনা ভাইরাস উপসর্গে ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় করোনা উপসর্গ নিয়ে একদিনে ৩ জনের মৃত্যুর হয়েছে।

তাদের মধ্যে একজন করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অন্য দুজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

সোমবার বিকেলে পৃথক পৃথক ভাবে তাদের জানাজা শেষে নিজ নিজ বাড়িতে দাফন করা হয়। করোনা উপসর্গ নিয়ে অকালে চলে যাওয়ার ঘটনায় তাদের মৃত্যতে এলাকায় শোকবিহ্বল পরিবেশের সৃষ্টি হয়। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে শত শত মানুষ তাদের বাড়িতে ভিড় করেন।

এলাকাবাসীও নিহতদের স্বজনরা জানান, উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বাসিন্দা ব্যবসায়ী রইস মিয়া (৩৫) করোনা উপসর্গ নিয়ে শ্বাসকষ্টে সোমবার সকালে মারা যান। ভোরে মারা যান একই গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য সান্ডারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আহমদের মা সৈয়দা আজিজুন নেছা (৬৫)। তিনি করোনা আক্রান্ত হয়ে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

অপরদিকে জগন্নাথপুর পৌর এলাকার বাড়ী জগন্নাথপুরের বাসিন্দা সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল করিম গেদনের মেয়ে নেহার বেগম (৪০) করোনা উপসর্গ নিয়ে সোমবার মারা যান।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধু সুধন ধর বলেন, করোনা ও করোনা উপসর্গ নিয়ে এদের কেউ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেননি। শুনেছি একজন করোনা আক্রান্ত হয়ে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অপর দুজন করোনা উপসর্গ থাকলেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেননি।

এ সংক্রান্ত আরও সংবাদ