সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৮ পূর্বাহ্ণ, আগস্ট ১১, ২০২১
স্পোর্টস ডেস্ক
আইপিএলের জন্য বাংলাদেশ সফরে আসছেন না নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটাররা।
শুধু বাংলাদেশ সফরই নয়, আইপিএলের কারণে পাকিস্তান সফরেও তারুণ্য নির্ভর দল পাঠাচ্ছে নিউজিল্যান্ড।
নভেম্বর-ডিসেম্বরে আরব আমিরাতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের যে দলটি অংশ নেবে, সেই দলের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার অংশ নেবেন আইপিএলে।
মূলত আইপিএলের কারণেই বাংলাদেশ ও পাকিস্তান সফরে তারুণ্য নির্ভর দল পাঠাচ্ছে নিউজিল্যান্ড।
১৭ সেপ্টেম্বর থেকে পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের মধ্যকার সীমিত ওভারের সিরিজ শুরু হবে। ঠিক তার দুদিন পরই আমিরাতে শুরু হবে আইপিএলের দ্বিতীয় পর্বের খেলা।
এব্যাপারে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান ডেভিড হোয়াইট জানিয়েছেন, আইপিএল নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়, তাতে আমরা সবসময় বাস্তবসম্মতভাবে সমাধান খুঁজতে চেষ্ট করি।
বাংলাদেশ সফরে পাঁচটি টি-টোয়েন্টি আর পাকিস্তান সফরে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। বাংলাদেশ ও পাকিস্তান সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড।
বাংলাদেশ ও পাকিস্তান সফরের নিউজিল্যান্ড দল: টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, হামিশ বেনেট, টম ব্লান্ডেল, ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, স্কট কুগালাইন, কোল ম্যাককনকি, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, রচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।
নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড অ্যাস্টল, ট্রেন্ট বোল্ট, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, কাইল জেমিসন, ডেরিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, টিম সাইফার্ট, ইশ সোধি ও অ্যাডাম মিলনে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি