শ্রীমঙ্গলে জব্দকৃত বালু নিলামে ১০ লাখ টাকায় বিক্রি

প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২১

শ্রীমঙ্গলে জব্দকৃত বালু নিলামে ১০ লাখ টাকায় বিক্রি

স্বপন দেব,নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের জব্দকৃত ২ লাখ ঘনফুট বালু প্রকাশ্য নিলামে ১০ লাখ ৬ হাজার ১শ’ ২২ টাকায় বিক্রি হয়েছে।
উপজেলা প্রশাসনের সভাকক্ষে মঙ্গলবার অনুষ্ঠিত নিলামে ৫ জন নিলামকারি অংশগ্রহন করেন। ৫ টি লটে বিভক্ত জব্দকৃত প্রায় ২ লাখ ঘনফুট বালু বদরুল আলম শিপলু ও মসুদুর রহমান মসুদ পৃথক ভাবে সর্বোচ্চ দরে কিনে নেন।
শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) মো. নেছার উদ্দীন নিলাম কার্যক্রম পারিচালনা করেন। এসময় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত সোমাবার ৯ আগষ্ট উপজেলার ভুননবীর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে অবৈধ ভাবে উত্তোলনকৃত এসব বালু জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। এসময় ভুনবীর গ্রামের হাওর এলাকায় মেশিন দিয়ে কৃষিজমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুল ওয়াহিদকে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ এর ৫(১) ধারা লংঘনের অভিযোগে ১৫(১) অনুযায়ী ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ও ২টি শ্যালো মেশিন ঘটনাস্থলে ধ্বংস করে ভ্রাম্যমাণ আদালত।

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ