সিলেট সদর উপজেলা আওয়ামীলীগ নেতা ডা. জিয়ার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

প্রকাশিত: ৯:৩৫ পূর্বাহ্ণ, আগস্ট ১২, ২০২১

সিলেট সদর উপজেলা আওয়ামীলীগ নেতা ডা. জিয়ার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

নিউজ ডেস্ক

বাংলাদেশ আওয়ামীলীগ সিলেট সদর উপজেলা শাখার সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. জিয়াউল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

পৃথক বিবৃতিতে নেতৃবৃন্দ ডা. জিয়াকে আওয়ামীলীগের একজন নিবেদিত প্রাণ ব্যাক্তি হিসেবে উল্লেখ করে সংগঠন ও সমাজের কল্যাণে তাঁর অবদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরন করেন। নেতৃবৃন্দ মহান আল্লাহর কাছে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

শোক জানিয়েছেন- বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল সিলেট জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খান, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সিনিয়র সহ সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সহ সহ সভাপতি ও সিলেট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, সহ সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান মাহফুজ, সিলেট সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মো. নিজাম উদ্দীন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি মখলিুর রহমান, মাছুম আহমদ চৌধুরী, সাবেক যুগ্ম সম্পাদক খাদিম পাড়া ইউপি চেয়ারম্যান এডভোকেট আফসর আহমদ, প্রচার সম্পাদক মকসুদ আহমদ মকসুদ, উপজেলা আওয়ামীলীগ নেতা খাদিম পাড়া ইউপির সাবেক চেয়ারম্যান নকরুল ইসলাম বিলাল, টুলটিকর ইউপি চেয়ারম্যান মো. আলী হোসেন প্রমুখ।

উল্লেখ্য, ডা. জিয়াউল ইসলাম মঙ্গলবার (১০ আগস্ট) সন্ধ্যায় সিলেট সদর উপজেলার খাদিম পাড়া ইউনিয়নের পীরের বাজারস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিলো ৬০ বছর। দীর্ঘদিন ধরে তিনি নানা রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার (১১ আগস্ট) সকাল ১১টায় পীরের বাজার ঈদগাহ ময়দানে জানাযা শেষে তাঁর দাফন সম্পন্ন করা হয়। এতে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার বিপুল লোকজন অংশগ্রহণ করেন।

ডা. জিয়াউল ইসলাম সিলেট জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলার উপদেষ্টা মন্ডলির অন্যতম সদস্য, আওয়ামী আইনজীবী পরিষদ, সিলেটের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মাইনুল ইসলাম ও সিলেট মহানগর আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি এডভোকেট আব্দুল মালেকের আপন ছোট ভাই।

এ সংক্রান্ত আরও সংবাদ