সিলেটে টিকা চান সবাই

প্রকাশিত: ১:৫৪ পূর্বাহ্ণ, আগস্ট ১৩, ২০২১

সিলেটে টিকা চান সবাই

অনলাইন ডেস্ক :: মহামারি করোনাভাইরাসের প্রকোপ যখন কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না তখন এর থেকে নিষ্কৃতি পাওয়ার প্রধান মাধ্যম মনে করা হচ্ছে টিকাকে। প্রথমে এই টিকা নেওয়ার প্রতি সাধারণ মানুষের অনীহা থাকলেও এখন তা পাওয়ার জন্য চলছে তীব্র আকাঙ্ক্ষা। কার আগে কে টিকা নিতে পারবে সেটা নিয়ে চলছে প্রতিযোগিতা। সিলেটে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে টিকা নিয়েছেন মানুষ।

তবে লাইনে দাঁড়িয়েও অনেকেই টিকা পাননি। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন তারা। গণটিকাদান কর্মসূচি ঘোষণা করলেও কাঙ্ক্ষিত জনগোষ্ঠীকে টিকার আওতায় আনা সম্ভব হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এখনও দেশে টিকার পর্যাপ্ত মজুদ না থাকায় সেটা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তারা। তবে চলতি মাসে প্রায় এক কোটি টিকা দেশে আসার কথা। এতে টিকার চাহিদা অনেকটা পূরণ হবে বলে জানিয়েছেন দায়িত্বশীল ব্যক্তিরা।

জানা গেছে, সিলেট ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার মডার্নার টিকার প্রথম ডোজ নিয়েছেন ৭ হাজার ৩৬০ জন। তন্মধ্যে পুরুষ ৪ হাজার ৯০৭ ও নারী ২ হাজার ৪৫৩ জন।

আর পুলিশ লাইন্স হাসপাতালে মডার্নার প্রথম ডোজ নিয়েছেন ৭৮০ জন। তন্মধ্যে পুরুষ ৪৭৬ ও নারী ৩০৪ জন। এছাড়া নগরীর ওই দুই কেন্দ্রে সিনোফার্মের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ২৫২ জন। তন্মধ্যে পুরুষ ১৫০ ও নারী ১০২ জন রয়েছেন।

এদিকে সিলেট সিটি কর্পোরেশনের অস্থায়ী টিকা কেন্দ্রে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৮৬০ জন।। তন্মধ্যে পুরুষ ১২৪০ ও নারী ৬২০ জন রয়েছেন।

এদিকে বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমরা একবারেই সবাইকে টিকা দিতে পারবো না। আমরা সাধ্যমতো টিকা কিনে আনার চেষ্টা করছি। সবাই টিকা পাবেন। ধৈর্য ধরতে হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ