সিলেটে আসার পথে গোয়াইনঘাটের কিশোর নিখোঁজ

প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২১

সিলেটে আসার পথে গোয়াইনঘাটের কিশোর নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের লামাপাড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে আরিফ আহমদ (১৩) নিখোঁজ রয়েছে। তার গাঁয়ের রং উজ্জ্বল শ্যামলা ও উচ্চতা আনুমানিক সাড়ে ৪ ফুট। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল কালো কলারসহ সাদা পাঞ্জাবি।

আরিফের বাবা আব্দুল মতিন জানান, গত বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে নিজ বাড়ি থেকে শিক্ষা প্রতিষ্ঠান সিলেট মহানগরীর সবুজ-৩৪, ঝর্ণারপাড়, কুমারপাড়ার আল মদিনা নুর সিতারা কুরআনিক ইন্সটিটিউটের উদ্দেশ্যে রওয়ানা হয় আরিফ। কিন্তু সে মাদরাসা কিংবা বাড়িতে কোথাও যায়নি। আরিফকে সাম্ভাব্য সকল স্থানে খোঁজাখোজি করে না পাওয়ায় সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় গতকাল শুক্রবার সাধারণ ডায়েরি করেছেন তিনি মতিন)।

কেউ আরিফের সন্ধান পেলে ০১৭৬৮৬৩৫৯৯৮ এবং ০১৭২৬২৪১৩৬৮ নাম্বারে ফোন করার অনুরোধ জানিয়েছেন তার বাবা।

এ সংক্রান্ত আরও সংবাদ