বঙ্গবন্ধু কেবল একজন ব্যক্তি নন, এক মহান আদর্শের নাম ; এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান

প্রকাশিত: ৯:০৬ পূর্বাহ্ণ, আগস্ট ১৬, ২০২১

বঙ্গবন্ধু কেবল একজন ব্যক্তি নন, এক মহান আদর্শের নাম ; এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান

প্রতিনিধি ;
সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবং উনার পরিবারের শহিদ হওয়া সকলের জন্য শ্রদ্ধা জানিয়ে দোয়া মাহফিলের ও খাদ্য বিতরণের আয়োজন করা হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সম্মানিত সাধারণ সম্পাদক এড নাসির উদ্দীন খান আরও উপস্থিতি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আশফাক আহমদ , কোষাধ্যক্ষ শমসের জামাল ,উপ-দফতর সম্পাদক মো: মজির উদ্দিন, সদস্য এড আফছর আহমেদ,নিজাম উদ্দিন, নুরে আলম সিরাজি প্রমুখ।

গতকাল রোববার (১৫ আগস্ট) সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান তার বক্তব্যে বলেন, ঙ্গবন্ধুকে দৈহিকভাবে হত্যা করা হলেও তার মৃত্যু নেই। তিনি চিরঞ্জীব। কেননা একটি জাতিরাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা এবং স্থপতি তিনিই। যতদিন এ রাষ্ট্র থাকবে, ততদিন অমর তিনি। সমগ্র জাতিকে তিনি বাঙালি জাতীয়তাবাদের প্রেরণায় প্রস্তুত করেছিলেন ঔপনিবেশিক শাসক-শোষক পাকবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে। তাই চিরঞ্জীব তিনি এ জাতির চেতনায়। বঙ্গবন্ধু কেবল একজন ব্যক্তি নন, এক মহান আদর্শের নাম। যে আদর্শে উজ্জীবিত হয়েছিল গোটা দেশ। বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র আর ধর্মনিরপেক্ষ দর্শনে দেশের সংবিধানও প্রণয়ন করেছিলেন স্বাধীনতার স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। শোষক আর শোষিতে বিভক্ত সেদিনের বিশ্ববাস্তবতায় বঙ্গবন্ধু ছিলেন শোষিতের পক্ষে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রয়োজন বঙ্গবন্ধুর আদর্শের বাস্তবায়ন।

এ সংক্রান্ত আরও সংবাদ