বর্ষায় তারুণ্যের উচ্ছ্বাসে রানওয়ে ম্যানিয়াক মডেল রা….

প্রকাশিত: ৯:৫৩ পূর্বাহ্ণ, আগস্ট ১৬, ২০২১

বর্ষায় তারুণ্যের উচ্ছ্বাসে রানওয়ে ম্যানিয়াক মডেল রা….

গরম চলছে। মাঝে মাঝে এক পশলা বৃষ্টি স্বস্তি দিলেও আবার যেই সেই। বর্ষা-বাদলের এই দিনে ফিট থাকতে তারুণ্যের আলাদা পছন্দ রয়েছে। আরামদায়ক টি-শার্ট আর মানানসই এক্সেসরিজে সেজে ওঠে বেশির ভাগ ফ্যাশনেবল তারুণ্য। বর্ষায় তারুণ্যের উচ্ছ্বাস এজেন্সি: রানওয়ে ম্যানিয়াক মডেল এজেন্সি। আয়োজক: এইচ ডি ইমন। মডেল : কামরুল, আল-আমিন, ফাহিম, মাহবুব, আদি। পোশাক : রীচ। ছবি : জুবেল চৌধুরী। চলছে বর্ষাকাল। হঠাৎ মেঘ হঠাৎ রোদ্দুরের খেলা। ভেপসা গরম আর মাঝে মাঝেই এক পশলা বৃষ্টি গা ভিজিয়ে দেয়। বর্ষায় নিজেকে নিয়ে তরুণ-তরুণীদের মনে ফ্যাশনের নতুন নতুন ট্রেন্ড বিরাজ করছে। সময়টা বর্ষাকাল হওয়ায় তরুণদের পছন্দের শুরুতেই রয়েছে টি-শার্ট এবং ক্যাজুয়াল শার্ট। আর সব কিছুকে ছাপিয়ে ট্রেন্ডি লুক পেতে কলেজপড়ুয়া ছেলেরা বেছে নিচ্ছে মানানসই এক্সেসরিজ। আর হবেই না কেন? বর্তমানে ফ্যাশন তো শুধু পোশাকেই আবদ্ধ নয়, সঙ্গে বিভিন্ন এক্সেসরিজও এনে দেয় স্টাইলিশ লুক। ফ্যাশন এবং প্রয়োজন দুটিকেই ঠিক রেখে তারুণ্য এই সময়ে মেতে উঠেছে বৃষ্টি বাদলার উচ্ছ্বাসে। তারুণ্যের কেনাকাটায় সর্বদাই থাকে সচেতনতা। তারুণ্য এখন উৎসব আর ঋতুর সমন্বয়ে বেছে নেন পছন্দের পোশাক। সময়টা যেহেতু বর্ষাকাল। এ সময় গুমোট আবহাওয়ায় এবং তীব্র গরমে অনাকাঙ্ক্ষিত বৃষ্টি হানা দেয় প্রাত্যহিক জীবনে। তাই সবকিছু মাথায় রেখে ঋতু উপযোগী পোশাক নির্মাণে ব্যস্ত ফ্যাশন হাউসগুলো। বর্ষায় আরামের ভূষণ হিসেবে প্রত্যেকেই বেছে নিচ্ছে টি-শার্ট এবং চেগ-কালার পুল -শার্ট। তাছাড়া ছেলেদের হাল ফ্যাশনে প্যান্ট, শার্ট এবং টি-শার্টের চাহিদা তো আছেই! সঙ্গে স্টাইলিংয়ে ভিন্ন মাত্রা যোগ করে ফ্যাশনেবল এক্সেসরিজ। স্টাইলিংয়ের ধ্যান-ধারণা নিয়ে কিশোর ছেলে থেকে অফিসের কর্তা, সবাই মেতে ওঠে ক্যাজুয়াল ফ্যাশনে। কী মোটা আর কী পাতলা! শরীরের গড়ন যেমনই হোক, ফ্যাশনে বৈচিত্র্যতায় সানগ্লাস, হাতঘড়ি এবং রিস্টব্র্যান্ডসহ অন্যান্য অনুষঙ্গ ক্যাজুয়াল লুকে মাস্ট। বৃষ্টির সময় ট্রাডিশনাল সাজ প্রয়োজন না থাকলে এড়িয়ে চলাই ভালো। আর এই সময়ে হালকা ওয়েস্টার্ন কালেকশনকে ব্যবহার করাকেই বুদ্ধিমানের কাজ বলে মনে করেন ফ্যাশন বোদ্ধারা। আর তাই বর্ষা ঋতু উপলক্ষে নামি দামি ফ্যাশন ব্যান্ডগুলো এনেছে নতুন নতুন ডিজাইনের টি-শার্ট এবং ক্যাজুয়াল শার্ট। সঙ্গে জিন্স-গ্যাবার্ডিনের প্যান্ট। পায়ে চটি জুতা বা লোফার্স। ব্যস, মানিয়ে গেল। নানা রঙের বিন্যাস আর নজরকাড়া বৈচিত্র্যের, এক্সক্লুসিভ ডিজাইনের বেশকিছু টি-শার্ট ও শার্টের রমরমা আয়োজন। বর্ষাকালে কেমন পোশাক পরবেন তা নিয়ে মনে খানিকটা খটকা থাকতেই পারে। কিন্তু সবকিছুকে ঝেরে আরামদায়ক পোশাক পরার সঙ্গে সঙ্গেই রঙের দিকেও নজর দেওয়া উচিত। বর্ষাকালে সবসময় উজ্জ্বল রঙের পোশাক পরুন। হলুদ, লাল, কমলা, সবুজ, নীল যে কোনো রঙ পরতে পারেন। খেয়াল রাখবেন রঙের শেড যেন উজ্জ্বল হয়। এড়িয়ে চলুন সাদা, কালো, ধূসর। কেউবা এই বর্ষায় আয়োজনে রেখেছে বর্ষার রঙ নীলের আভিজাত্য, কেউবা এনেছে শুভ্র সাদা কিংবা বর্ণিল রঙের খেলা। বর্ষা এলেই অন্যরকম এক আবহ কাজ করে আমাদের মনে। ঋতুর সঙ্গে সংগতিপূর্ণ ফ্যাশন ছেলে-বুড়ো সবার কাছেই গ্রহণযোগ্য। ফ্যাশনে বৈচিত্র্যতায় সানগ্লাস, হাতঘড়ি এবং রিস্টব্র্যান্ডসহ অন্যান্য অনুষঙ্গ মাস্ট। ফ্যাশন এবং স্মার্টনেসের কথা মাথায় রেখেই উঠতি বয়সের ছেলেদের পাশাপাশি মধ্যবয়সী অনেকেই বেছে নেন এসব প্রয়োজনীয় অনুষঙ্গ। হাল ফ্যাশনে ব্যক্তিত্ব এবং রুচি জাহিরের ক্ষেত্রে ছেলেদের ফ্যাশনের বিরাট অংশজুড়ে থাকে হাতঘড়ি। ট্রেন্ডি লুক পেতে একটি আকর্ষণীয় ঘড়ি না পরলেই নয়। তবে সব ঘড়ি কিন্তু সব পোশাকের সঙ্গে মানায় না। তাই টি-শার্ট এবং শার্টের সঙ্গে বড় ডায়ালের চেইন ঘড়ি বেশ মানাবে। উঠতি বয়সের তরুণরা আবার স্পোর্টস ঘড়ি পরতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। সঙ্গে ফ্যাশনেবল বেল্ট। আগে পোশাকের সঙ্গে মিল রেখে পরা হতো বেল্ট আর পছন্দ করা হতো তার রং। কিন্তু এখন বেল্টের রং নির্ধারণ করা হয় জুতার রং। চামড়ার বেল্ট ছাড়াও কাপড় এবং সিনথেটিকের বেল্ট জয় করেছে তারুণ্য ফ্যাশন। তাছাড়া এসব কিছুর বাইরেও নিজের লুকে আকর্ষণীয় ভাব আনতে তারুণ্য সবার আগে বেছে নেন কালারফুল গগজ। আর তা হবেই না কেন, ফ্যাশন এক্সেসরিজ হিসেবে তো সানগ্লাস লা জবাব। শুধু সূর্যের আলট্রাভায়োলেট রশ্মি থেকেই চোখকে বাঁচায় না, চোখে ধুলাবালি ঢোকা বা ড্রাই আইয়ের সমস্যা থেকেও রক্ষা করে এই সানগ্লাস। তাই বর্ষায় তারুণ্যের ফ্যাশনে সবার আগেই প্রাধান্য পায় সানগ্লাস।

এ সংক্রান্ত আরও সংবাদ