নৌকা প্রতীকে ভোট চাইতে পহেলা সেপ্টেম্বর সিলেট আসছেন জয়-লেখক

প্রকাশিত: ২:১২ পূর্বাহ্ণ, আগস্ট ১৭, ২০২১

নৌকা প্রতীকে ভোট চাইতে পহেলা সেপ্টেম্বর সিলেট আসছেন জয়-লেখক

ডেস্ক

সিলেট-৩ আসনের উপ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে আগামী ১ সেপ্টেম্বর সিলেটে আসছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। বা

লাগঞ্জ উপজেলা ছাত্রলীগ আয়োজিত নির্বাচণী প্রচারণা অনুষ্ঠানে যোগ দিতেই মূলত তারা সিলেট আসছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া। নিজের ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি এ কর্মসূচির কথা জানান।

নিজের ব্যক্তিগত ফেসবুক একাউন্টে দেয়া স্ট্যাটাসে তিনি আরও লেখেন, ‘আগামীকাল মঙ্গলবার (১৭ আগস্ট) বালাগঞ্জ আসছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।’

প্রসঙ্গত, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট-৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী গত ১১ মার্চ মারা যান। সংবিধান অনুযায়ী গত ৮ জুন এ আসনে নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। তবে করোনা সংক্রমণ পরিস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার তার সাংবিধানিক ক্ষমতা বলে এ আসনের উপনির্বাচন পরবর্তী ৯০ দিনে অনুষ্ঠানের সিদ্ধান্ত জানান। এ পরিপ্রেক্ষিতে আগামী ৬ সেপ্টেম্বরের মধ্যে এ আসনের উপনির্বাচন সম্পন্ন করতে হবে।

নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান নৌকা প্রতীকে, জাতীয় পার্টির মোহাম্মদ আতিকুর রহমান লাঙ্গল প্রতীকে, বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া ডাব প্রতীকে এবং বিএনপির কেন্দ্রীয় সদস্য (বহিষ্কৃত) স্বতন্ত্র প্রার্থী শফি আহমেদ চৌধুরী মোটর গাড়ি মার্কা নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ