সিলেট ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২১
নিজস্ব প্রতিবেদক
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীতে বালু উত্তোলনের সময় ‘চাঁদা দাবিকে’ কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত তরুণের মৃত্যু ঘটেছে।
গত সোমবার (১৬ আগস্ট) সংঘর্ষের ধলাই নদীর ঢালার মুখ এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে এবং এর একদিন পর মঙ্গলবার দিবাগত (১৯ আগস্ট) রাতে চিকিৎসাধীন অবস্থায় ওই তরুণের মৃত্যু হয়।
নিহত আসাদুজ্জামান আসাদ (২০) উপজেলার রাজনগর নতুন বস্তি এলাকার কফিল উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধলাই নদীর ঢালার মুখ নামক স্থান থেকে দীর্ঘ দিন থেকে বালু উত্তোলন করা হচ্ছে। গত ১৬ আগস্ট এ জায়গা থেকে বালু উত্তোলনের সময় উপজেলার রাজনগর নতুন বস্তির রফিক বেপারি পক্ষ থেকে চাঁদা দাবি করা হয়। এসময় বালু উত্তোলনকারী পক্ষ ঢালারপাড় এলাকার শাহীন, মানিক, নূর আলম ও তাদের সহযোগিদের সঙ্গে বেপারি পক্ষের সংঘর্ষ হয়।
সংঘর্ষকালে বেপারি গ্রুপের আসাদ গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই মঙ্গলবার দিবাগত রাতে তার মৃত্যু হয়।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম বলেন, বালু উত্তোলনের সময় চাঁদা দাবিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষকালে আহত আসাদ নামের আহত একজনের মৃত্যু ঘটেছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি