সিলেট ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০১ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২১
অনলাইন ডেস্ক
সিলেটের দক্ষিণ সুরমায় ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।
এসময় ছিনতাইকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে দক্ষিণ সুরমার গোপশহরে এ ঘটনা ঘটে।
গ্রেফততারকৃতরা হল- সিলেটের জকিগঞ্জ উপজেলার আটগ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে সামছুল ইসলাম (৩৭। বর্তমানে সে সুরমা গেইটের খিদিরপুরে বসবাস করতো। এছাড়া অন্যজন হল- হবিগঞ্জ সদরের বাগের হাটি চারিনাও এলাকার মোঃ আশ্বাব উদ্দিনের ছেলে আক্তার মিয়া (৪০)। বর্তমানে সে নগরীর গোয়াইপাড়ায় তার শশুর ময়না মিয়ার বাসায় বসবাস করতো।
পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার সকাল অনুমানিক সাড়ে ৯টার দিকে দক্ষিণ সুরমার গোয়ালগাঁও এর মৃত নুর মিয়ার মেয়ে রাফিয়া বেগম (৫২) দক্ষিণ সুরমা থানাধীন গোপশহরের জনৈক রাসেল মিয়ার ভূষি মালের দোকানের সামনে দিয়ে যাচ্ছিলেন। এসময় ২ ছিনতাইকারী একটি পালসার মোটরসাইকেল(রেজিঃ নং-সিলেট-ল-১১-৫৮৯৫) যোগে পিছন দিক হতে এসে ভিকটিমের সামনে ব্রেইক করে। ভিকটিম কোন কিছু বুঝে উঠার আগেই মোটরসাইকেল হতে ছিনতাইকারী সামছুল ইসলাম নেমে একটি ছুরি বের করে ভিকটিমের বুকে ধরে গলায় থাকা আট আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। যার মূল্য অনুমান মূল্য ৩০ হাজার টাকা।
এসময় ছিনতাইকারীদ্বয় ফিল্মি ষ্টাইলে ভয় ও ত্রাস সৃষ্টি করে জনমনে আতংক সৃষ্টি করে তাদের ব্যবহৃত মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টাকালে ভিকটিম রাফিয়া বেগমের শোর-চিৎকারে আশে-পাশের লোকজনদের সহায়তায় দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি টহল টিম ছিনতাইকারী দুজনকেই গ্রেফতার করে।
এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার মামলা দায়ের করা হয়েছে। নং-২০, তাং-২০/০৮/২০২১।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি