সিলেট ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২১
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :: করোনা সংক্রমণের কারণে কঠোর নিষেধাজ্ঞার কারণে প্রায় ৫ মাস বন্ধ থাকার পর শর্তসাপেক্ষে বৃহস্পতিবার দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হয়। কিন্ত খুলে দেয়া হয়নি দেশের অন্যতম পিকনিক স্পট মাধবকুন্ড জলপ্রপাত। ফলে মাধবকুন্ডে ঘুরতে আসা পর্যটকরা হতাশ হয়ে ফিরে গেছেন। অবশ্য কেউ কেউ পাহাড়ি চোরাই পথে ঝুঁকি নিয়ে জলপ্রপাতের সৌন্দর্য উপভোগ করেছে।
তবে মাধবকুন্ড ইকোপার্ক খুলে দেয়ার কোনো নির্দেশনা পাননি বলে জানিয়েছেন বনবিভাগের স্থানীয় রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে গত ১ এপ্রিল মাধবকুন্ড ইকোপার্ক জলপ্রপাত ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে বনবিভাগ। বৃহস্পতিবার মাধবকুন্ড জলপ্রপাতেও দূরদুরান্তের পর্যটকরা ছুটে আসেন। সকাল থেকে বিকাল পর্যন্ত প্রায় সহস্রাধিক পর্যটক মাধবকুন্ড ইকোপার্কের প্রধান ফটকে ভীড় করেন। কিন্ত ফটক বন্ধ থাকায় আগত পর্যটকরা নিরাশ হয়ে ফিরে গেছেন।
সিলেট ও মৌলভীবাজার থেকে মাধবকুন্ডে ঘুরতে আসা লোকজন বলেন, গণমাধ্যমে দেশের পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়ার খবর শোনে আমরা ৮০-৯০ কিলোমিটার দূর থেকে মাধবকুন্ডে আসি। কিন্তু ইকোপার্কের প্রধান গেট দিয়ে আমাদের ঢুকতে দেওয়া হয়নি।
মাধবকুন্ড পর্যটক সহায়ক ও উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক কবির হোসেন বলেন, প্রায় ৫ মাস পর দেশের পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়ার খবরে এখানকার ব্যবসায়ী ও পর্যটকদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দেয়। কিন্ত বনবিভাগ মাধবকুন্ড ইকোপার্কটি খুলে দেয়নি। এতে সহস্রাধিক পর্যটক হতাশ হয়ে ফটক থেকে ফিরে গেছেন।
বনবিভাগের বড়লেখা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস বলেন, মাধবকুন্ড জলপ্রপাতে পর্যটকদের জন্য গেট খুলে দেওয়ার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো নির্দেশনা পাননি। তাই ফটক খুলে দেওয়া হয়নি। দীর্ঘদিন বন্ধ থাকায় জলপ্রপাত এলাকায় প্রবেশের রাস্তায়, সিড়িতে শ্যাওলা জমেছে। এগুলো পরিষ্কার-পরিচ্ছনতার কাজ চলছে। পর্যটকদের ভ্রমণের জন্য প্রস্তুত করা হয়েছে। নির্দেশনা পাওয়া গেলে মাধবকুন্ড ইকোপার্ক খুলে দেয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি