ফেসবুকে পেজ খুলে মাদক বিক্রি, ৩ জনকে গ্রেফতার

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২০

ফেসবুকে পেজ খুলে মাদক বিক্রি, ৩ জনকে গ্রেফতার

সিল-নিউজ-বিডি ডেস্ক :: ফেসবুকে পেজ খুলে মাদকদ্রব্য ও যৌন উত্তেজক উপকরণ বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার বিকালে গুলশান–২ থেকে তাদের গ্রেফতার করে করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- মো. হেলালউদ্দিন (৪৯), মো. আলতাফ মৃধা (২৩) ও মো. ফাহিম (২২)। তাদের কাছ থেকে ১ লাখ ৬২ হাজার ৫০০ টাকা, দুটি মুঠোফোন, ৫ হাজার ৪০টি ইয়াবা বড়ি, প্রায় ৫ কেজি বিভিন্ন ধরনের নিষিদ্ধ যৌন উত্তেজক জেল এবং ১৬ ধরনের ব্যবহার নিষিদ্ধ অ্যাডাল্ট মালামাল উদ্ধার করা হয়।

অ্যান্টি টেররিজম ইউনিট সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেফতার ফাহমি ফেসবুকে ‘অনলাইন সার্ভিস’ নামে একটি পেজ খুলে মাদকদ্রব্য ও যৌন উপকরণ বিজ্ঞাপন দিয়ে বিক্রি করত। সে এই পণ্যগুলো হেলালউদ্দিন ও আলতাফের কাছ থেকে কিনত। খোঁজ পেয়ে তাদের গ্রেফতার করা হয়।

এই তিনজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও বিশেষ ক্ষমতা আইনে গুলশান থানায় দুটি মামলা হয়েছে।