সিলেটে টিকা পেলেন ২০১২ জন

প্রকাশিত: ১:০৯ পূর্বাহ্ণ, আগস্ট ২৪, ২০২১

সিলেটে টিকা পেলেন ২০১২ জন

অনলাইন ডেস্ক

সিলেট মহানগরীতে ৮ দিন বন্ধ থাকার পর সোমবার থেকে শুরু হয়েছে করোনা টিকার প্রথম ডোজ কার্যক্রম। এ দিনে সবমিলিয়ে ২ হাজার ১২ জনকে দেওয়া হয়েছে টিকা।

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সোমবার রাতে সিলেটভিউকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সিনোফার্মের টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৫২০ জনকে। তন্মধ্যে পুরুষ ২৮৯ ও নারী ২৩১ জন। পুলিশ লাইন্স হাসপাতালে ওই টিকা দেওয়া হয়েছে ১৫৬ জনকে। তন্মধ্যে রয়েছেন পুরুষ ১০২ ও নারী ৫৪ জন।এছাড়া সিনোফার্মের দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১৬ জনকে। তন্মধ্যে পুরুষ ১১ ও নারী ৫ জন রয়েছেন।

এদিকে ওসামানী হাসপাতালে মডার্নার দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৭৭০ জনকে। আর পুলিশ লাইন্স হাসপাতালে দেওয়া হয়েছে ২৩০ জনকে।

আর সিলেট সিটি কর্পোরেশনে স্থাপিত অস্থায়ী টিকা কেন্দ্রে কোভিশিল্ডের টিকা দেওয়া হয়েছে ৩২০ জনকে।

এ সংক্রান্ত আরও সংবাদ