সিলেট ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২১
নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীতে করোনার টিকা পেলেন আরও ২২শ’ ২৯ জন।
মঙ্গলবার সিলেট সিটি করপোরেশনের টিকা কেন্দ্র সিলেট পুলিশ হাসপাতাল, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরভবনে স্থাপিত অস্থায়ী টিকাদান কেন্দ্রে এসব টিকা দেয়া হয়।
এ তথ্যটি নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জাহিদ হোসেন সুমন।
তিনি জানান, পুলিশ হাসপাতাল কেন্দ্রে এদিন মডার্নার দ্বিতীয় ডোজের টিকা দেয়া হয়েছে ১৬৮ জনকে। এদের মধ্যে পুরুষ ১২৬ ও মহিলা ৪২ জন। এই কেন্দ্রে সিনোফার্মের প্রথম ডোজ দেয়া হয়েছে ১৭৬ জনকে। এদের মধ্যে পুরুষ ১১০ ও মহিলা ৬৬ জন।
আর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মডার্না টিকার দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে মোট ৭১৬ জনকে। এদের মধ্যে রয়েছেন পুরুষ ৪১৫ ও মহিলা ৩০১ জন। এই কেন্দ্রে সিনোফার্মের প্রথম ডোজ দেয়া হয়েছে মোট ৭৯৯ জনকে। এদের মধ্যে পুরুষ ৪৩৬ ও মহিলা ৩৬৩ জন। এছাড়া এই কেন্দ্রে সিনোফার্মের দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে মোট ৯০ জনকে। এদের মধ্যে পুরুষ ৫৪ ও মহিলা ৩৬ জন।
আর সিটি কর্পোরেশনের অস্থায়ী কেন্দ্রে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজের টিকা দেয়া হয়েছে মোট ২৮০ জনকে। এদের মধ্যে পুরুষ ১৩০ ও মহিলা ১৫০ জন রয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি