রমিজ রাজাকে ‘নির্লজ্জ’ ও ভারতের ‘তাঁবেদার’ বললেন সরফরাজ

প্রকাশিত: ২:১৩ পূর্বাহ্ণ, আগস্ট ২৫, ২০২১

রমিজ রাজাকে ‘নির্লজ্জ’ ও ভারতের ‘তাঁবেদার’ বললেন সরফরাজ

স্পোর্টস ডেস্ক

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হিসেবে এহসান মানির মেয়াদ শেষ হচ্ছে বুধবার। তার স্থলাভিষিক্ত হচ্ছেন দেশটির সাবেক অধিনায়ক রমিজ রাজা- এমনটাই শোনা যাচ্ছে পাক গণমাধ্যমে।

পিসিবির পরবর্তী চেয়ারম্যান হিসবে রমিজ রাজাকেই পছন্দ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের। সোমবার রমিজ রাজার সঙ্গে মতবিনিময়ও করেন ইমরান খান।

পিসিবির পরবর্তী চেয়ারম্যান পদের দৌড়ে রমিজ রাজাই যে সবচেয়ে এগিয়ে তা স্পষ্টতই বলা যাচ্ছে।

আর এমন পরিস্থিতিতে রমিজ রাজাকে নিয়ে তীব্র সমালোচনায় মেতেছেন পাকিস্তানের সাবেক পেসার সরফরাজ নওয়াজ।

রমিজ রাজাকে ‘নির্লজ্জ’ এবং ভারতের ‘তাঁবেদার’ বলে আখ্যায়িত করতেও বুক কাঁপল না ‘রিভার্স সুইং’-এ বিপ্লব আনা সাবেক এ পেসারের।

রমিজ রাজাকে পিসিবি প্রধান হিসেবে দেখতে একেবারেই অনিচ্ছুক সরফরাজ।

এ বিষয়ে লন্ডন থেকে চিঠি লিখে প্রধানমন্ত্রী ইমরান খানকে নিজের আপত্তির কথাও জানিয়েছেন সরফরাজ।

তিনি লিখেছেন, ‘সংবাদমাধ্যমে গুঞ্জন উঠেছে, আপনার (ইমরান খান) অনুমোদন নিয়ে এহসান মানির জায়গায় রমিজ রাজাকে পিসিবি প্রধান বানানোর কথা বিবেচনা করা হচ্ছে। পিসিবির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে যে কাউকে চেয়ারম্যান বানানোর ক্ষমতা আপনার আছে। এটা কি সত্য আপনি রমিজ রাজাকে পিসিবি চেয়ারম্যান বানাতে পারেন? সেই নির্লজ্জ রমিজ রাজা, যে কি না লজ্জা-শরম ছাড়াই পাকিস্তান ক্রিকেটকে লজ্জাহীন হওয়ার পরামর্শ দিয়ে আইসিসিতে ভারতের আধিপত্য মেনে নিতে বলেছে। ক্রিকেটবিশ্বকে শাসন করতে ভারতীয় আধিপত্যবাদের অধীনে যে আসতে বলেছে। আমি মনে করি রমিজের নিয়োগটা হবে জাতীয় আবেগের বিপক্ষে। গোটা জাতির স্বাধীনচেতা অনুভূতিতে আঘাত লাগবে।’

এরপর পিসিবির চেয়ারম্যান পদে দুজনের নামও সুপারিশ করেন সরফরাজ।

নিজের অবস্থানটা পরিষ্কার করে সরফরাজ বলেন, ‘আমার বিনীত ভাবনা হলো, কিংবদন্তি মাজিদ খান, অতীতে আইসিসির সব বোর্ড সদস্যদের সঙ্গে যার খুব ভালো সম্পর্ক ছিল। কিংবা জহির আব্বাস। এ দুজনের একজনকে পিসিবির চেয়ারম্যান হিসেবে রমিজের পরিবর্তে নিয়োগ দেওয়া যায়।’

প্রসঙ্গত, ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান দলের অন্যতম পেসার ছিলেন সরফরাজ। দুর্দান্ত রিভার্স সুইং করতেন তিনি। পাকিস্তানের হয়ে ৫৫ টেস্টে ১৭৭ উইকেট নিয়েছেন তিনি। বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছেন এই সাবেক পাক গতি তারকা।

তথ্যসূত্র: ডন, ক্রিকেট ইয়াহু