হবিগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা, যুবক গ্রেফতার

প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২১

হবিগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা, যুবক গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের বানিয়াচঙ্গে ৫ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আবেদ মিয়া (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং সদরের আদর্শবাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আবেদ মিয়া উপজেলার ঘাগড়াকোনা গ্রামের কলন্দর মিয়ার ছেলে।

বানিয়াচং থানার (ওসি) মোহাম্মদ এমরান হোসেন জানান, গত ২৪ আগস্ট উপজেলার ২ নম্বর উত্তর-পশ্চিম ইউনিয়নের ঘাগড়াকোনা গ্রামে নির্যাতিতা ওই শিশু তাদের বাড়ির পার্শ্ববর্তী মামাতো বোনের ঘরে ঘুমিয়ে ছিল। মধ্যরাতে আবেদ মিয়া ঘরের দরাজা ছিটকি খুলে ভেতরে প্রবেশ করে। এসময় সে ওই শিশুটিকে ঝাপটে ধরে। পরে শিশুটির শোর-চিৎকারে ঘরে থাকা অন্যান্যরা জেগে উঠলে সে পালিয়ে যায়।

ওসি আরো বলেন, পরে বিষয়টি নিয়ে তার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেয়া হয়। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করে। তিনি বলেন, আবেদকে গ্রেফতার করে থানায় জিজ্ঞাসাবদ করা হচ্ছে। আজ শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ