সিলেটে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার দায়িত্ব পেলেন ফয়সাল কাদের

প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২১

সিলেটে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার দায়িত্ব পেলেন ফয়সাল কাদের

 

অনলাইন ডেস্ক :: সিলেটে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারর দায়ত্বি পেয়েছেন জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদের। করোনায় আক্রান্ত হয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইসরাইল হোসেনের মৃত্যুর পর শুন্য পদে তাকে দায়িত্ব পালনের আদেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ আগষ্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে তাঁকে চলতি দায়িত্ব প্রদান করা হয়।

এরআগে গত ২৫জুলাই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইসরাইল হোসেন।