গোয়াইনঘাটে থানা পুলিশের অভিযানে মদসহ আটক ১

প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২১

গোয়াইনঘাটে থানা পুলিশের অভিযানে মদসহ আটক ১

 

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট :: সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ৯৫ বোতল মদসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে পশ্চিম জাফলং ইউনিয়নের সোনারহাট বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে ৯৫ বোতল মদসহ নাজিম উদ্দীন নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই লিটন রায়, এএসআই দিবাস সঙ্গীয় ফোর্সসহ (২৬ আগস্ট) বৃহস্পতিবার রাতে গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউপির অন্তর্গত সোনারহাট বিজিবি ক্যাম্প এলাকা থেকে নাজিম উদ্দীনকে আটক করা হয়। মামলা রুজু করতঃ বিজ্ঞ আদালতে নাজিম উদ্দীন প্রেরণ করা হয়।

এব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব বলেন, সিলেটের মান্যবর পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় গোয়াইনঘাট থানায় নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই লিটন রায় সঙ্গীয় ফোর্সসহ গোয়াইনঘাট থানাধীন পশ্চিম জাফলং ইউনিয়নে অভিযান চালিয়ে ৯৫ বোতল মদসহ নাজিম উদ্দীন নামের এক ব্যক্তিকে আটক করেন। ধৃত ব্যাক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে কোর্টে প্রেরণ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ