সিলেট ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২১
নিউজ ডেস্ক
সিলেট-তামাবিল মহাসড়কে কুড়িয়ে পাওয়া ৩ লাখ টাকা ফিরিয়ে দিলেন এক সিএনজি অটোরিকশা চালক।
গতকাল বৃহস্পতিবার বিকালে জৈন্তাপুর উপজেলা অফিসে কর্মরত অফিস সহকারী বাবু ব্যাংক থেকে ৩ লাখ টাকা উত্তলোন করে তার শাহপরানস্থ বাড়িতে ফিরছিলেন।পথিমধ্যে সাইকেলে থাকা টাকার ব্যাগটি পড়ে যায়। অনেক খোঁজার পরও আর ব্যাগটি পাননি তিনি।
এদিকে ঐ দিন সিলেট-তামাবিল মহাসড়কে চলাচলকারি গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ এলাকার বাসীন্দা সিএনজি অটোরিকশা চালক মাঈন উদ্দিন মাঈন ব্যাগটি সড়কের পীরেরবাজার এলাকায় কুড়িয়ে পান। এর পর তিনি টাকার মালিক খোঁজতে থাকেন। ব্যাগে থাকা প্রাথমিক কিছু তথ্যে জানা যায় টাকার মালিকের পরিচয়।
শুক্রবার (২৭ আগস্ট) সকালে কুড়িয়ে পাওয়া টাকা প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সুধামন মান্নার মোবাইল ফোনে নিজ উদ্যোগে যোগাযোগ করেন সিএনজি অটোরিকশা চালক মাঈন।
অবশেষে শুক্রবার বাদ জুম্মা কদমতলীস্থ আছমা ম্যানশনে সিলেট-ঢাকা আন্তজেলা বাস পরিবহন শ্রমিক উপ -কমিটির অফিসে সবার উপস্থিতে উপযুক্ত প্রমাণাদি দেখে সুধামন মান্না বাবুর কাছে ৩ লাখ টাকা তুলে দেন সিএনজি অটোরিকশা চালক মাঈন উদ্দিন মাঈন।
এসময় সুধামন মান্না সিএনজি চালক মাঈন উদ্দিনের সততায় খুশি হয়ে ২০ হাজার টাকা দিয়ে পুরস্কৃত করেন ।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি