সিলেট ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২১
স্পোর্টস ডেস্ক
বাংলাদেশ দলের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার ম্যাট হেনরি।
তিন দিনের কোয়ারেন্টিন শেষে শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম অনুশীলন করে নিউজিল্যান্ড ক্রিকেট দল।
এদিন অনলাইন সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ড থেকে হেনরি বলেন, বাংলাদেশে আগে কখনো যাইনি আমি, এবারই প্রথম। ভারত ও সংযুক্ত আরব আমিরাতে খেলেছি। উপমহাদেশের কন্ডিশন তাই জানা আছে। আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশে যাচ্ছি। তাদের সবশেষ সিরিজ দেখেছি। লো-স্কোরিং ম্যাচ হয়েছে। চ্যালেঞ্জ নিতে অপেক্ষায় আছি।
প্রায় চার বছর পর টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়া পেসার হেনরি বলেন, আমার জন্য এটি চ্যালেঞ্জ। নিজের ব্যাটিং দক্ষতা দেখানোর সুযোগ। পাকিস্তান সফরে যেতাম। আরেকটু আগে বাংলাদেশে যেতে হচ্ছে। দলের সঙ্গে যোগ দিতে মুখিয়ে আছি।
হেনরি আরও বলেন, বাংলাদেশের বিপক্ষে বেশ কিছু ম্যাচ খেলেছি নিজেদের কন্ডিশনে। এবার ভিন্ন অভিজ্ঞতা হবে। সবশেষ সিরিজগুলোতে বাংলাদেশ অনেক ভালো খেলেছে। দেশে তারা সব সময়ই কঠিন প্রতিপক্ষ।
সোমবার নিউজিল্যান্ড থেকে রওনা হয়ে হেনরি বাংলাদেশে পৌঁছবেন মঙ্গলবার। শুক্রবার তার তিন দিনের কোয়ারেন্টিন শেষ হবে। তার আগেই পাঁচ ম্যাচের সিরিজের দুটি টি-টোয়েন্টি ম্যাচ হয়ে যাবে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি