ইনিংস পরাজয়ের শঙ্কায় ভারত, শুরুতেই হারাল উইকেট

প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২১

ইনিংস পরাজয়ের শঙ্কায় ভারত, শুরুতেই হারাল উইকেট

স্পোর্টস ডেস্ক

বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দলকে ৭৮ রানে অলআউট করে ৪৩২ রানের পাহাড় গড়েছে ইংল্যান্ড।

৩৫৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে তৃতীয় দিনের মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ৩৪ রানেই ওপেনার লোকেশ রাহুলের উইকেট হারিয়েছে ভারত। লিডসে প্রথম ইনিংসে শূন্যরানে আউট হওয়া এ ওপেনার দ্বিতীয় ইনিংসে ফেরেন মাত্র ৮ রানে।

আগের দিনের করা ১২০/০ রান নিয়ে বৃহস্পতিবার দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ৪২৩ রান করে ইংল্যান্ড। টপঅর্ডার চার ব্যাটসম্যান দায়িত্বশীল ব্যাটিং করেন। প্রথমসারির তিন ব্যাটসম্যান ররি বার্নস, হাসিব হামিদ ও ডেভিড মালান যথাক্রমে ৬১,৬৮, ৭০ রান ফেরেন।

নটিংহ্যাম ও লর্ডসের মতো লিডসেও সেঞ্চুরি তুলে নেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। আগের দুই টেস্টে ১০৯ ও ১৮০ রানের ইনিংস খেলা রুট লিডসে ১৬৫ বলে ১৪টি চারের সাহায্যে ১২১ রান করে ফেরেন।

শুক্রবার তৃতীয় দিনে ফের ব্যাটিংয়ে নেমে আগের রানের সঙ্গে আর মাত্র ৯ রান যোগ করতেই সাজঘরে ফেরেন ইংল্যান্ডের লোয়ার অর্ডার দুই ব্যাটসম্যান ক্রিস ওভারটন ও ওলিরবসন। ৪৩২ রানে ইনিংস গুটায় ইংলিশরা।

৩৫৪ রানে পিছিয়ে থেকে ইনিংস পরাজয়ে শঙ্কিত ভারত তৃতীয় দিনের মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ১৯ ওভারে ৩৪ রান তুলতেই হারায় লোকেশ রাহুলের উইকেট।