আগাম জামিন পেলেন চেয়ারম্যান মোস্তাক ও ব্যবসায়ী ফয়জুল

প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২১

আগাম জামিন পেলেন চেয়ারম্যান মোস্তাক ও ব্যবসায়ী ফয়জুল

 

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী ও বিশিষ্ট ব্যবসায়ী ফয়জুল ইসলাম চৌধুরী আগাম জামিন লাভ করেছেন।

গেল বৃহস্পতিবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. আতোয়ার রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আগাম।জামিনের এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী এডভোকেট লোকমান আহমদ চৌধুরী। তিনি জানান, মোস্তাক আহমদ চৌধুরী ও ফয়জুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে ২৪ এপ্রিল জকিগঞ্জ থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়। এ মামলায় আগাম জামিনের জন্য তারা উচ্চ আদালতে আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিন মঞ্জুর করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ