সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৫ পূর্বাহ্ণ, আগস্ট ৩০, ২০২১
স্পোর্টস ডেস্ক
পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হওয়ার প্রস্তাব পেয়েও নাকোচ করে দিয়েছেন জিম্বাবুয়ের সাবেক তারকা ক্রিকেটার অ্যান্ডি ফ্লাওয়ার। তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কোচিং নিয়ে ব্যস্ত থাকায় পাকিস্তান দলের কোচিংয়ের দায়িত্ব নিতে আগ্রহী নন।
ক্রিকেট পাকিস্তান ডটকম একটি সূত্রের বরাত দিয়ে জানায়, গত মাসে ইংল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজে পরাজয়ের পর এহসান মানির নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান কোচ মিসবাহুল হকের পরিবর্তে অ্যান্ডি ফ্লাওয়ারকে দায়িত্ব দিতে চেয়েছিল।
কিন্তু পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল মুলতান সুলতানস, সিপিএলে সেন্ট লুসিয়া কিংস, টি-টেনের দল দিল্লি বুলস, আর দ্য হান্ড্রেডস টুর্নামেন্টে ট্রেন্ট রকেটস এবং আইপিএলে পাঞ্জাব কিংসের সহকারী কোচের দায়িত্বে থাকার কারণে পাকিস্তানের কোচ হতে আগ্রহ দেখাননি অ্যান্ডি ফ্লাওয়ার। জিম্বাবুয়ের সাবেক এ তারকা ক্রিকেটার কোনো দেশের জাতীয় দলের প্রধান কোচ হওয়ার চেয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দিকেই বেশি ঝুঁকছেন।
অ্যান্ডি ফ্লাওয়ার কোচের প্রস্তাব প্রত্যাখ্যান করায় অক্টোবর-নভেম্বরে আরব আমিরাতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টিকে যাচ্ছেন মিসবাহ-উল হক। তার পরে হয়তো বিদেশি কোচের দিকেই ঝুঁকবে পিসিবি।
প্রসঙ্গত, মিসবাহ প্রধান কোচ হওয়ার আগে টি-টোয়েন্টি র্যাংকিয়ে শীর্ষে ছিল পাকিস্তান। কিন্তু ২০১৯ সালের বিশ্বকাপের পর প্রধান কোচ মিকি আর্থার এবং অধিনায়ক সরফরাজ আহমেদকে সরিয়ে দেওয়ার পর কোচের দায়িত্ব দেওয়া হয় মিসবাহকে।
মিসবাহ-উল-হকের অধীনে ৩৪টি টি-টোয়েন্টিতে অংশ নিয়ে ১৬টিতে জয় আর ১৩টিতে হেরে আইসিসি র্যাংকিংয়ের শীর্ষস্থান থেকে চারে নেমে যায় পাকিস্তান। দলটির এমন অধপতনের কারণেই এখন মিসবাহকে সরিয়ে বিদেশি কোচ নিয়োগ দিতে চাচ্ছে পিসিবি।
মিসবাহ দায়িত্ব নেওয়ার পর পাকিস্তান ১৬টি টেস্টে ম্যাচে অংশ নেয়। তার মধ্যে ৭টিতে জয় পেলেও হেরে যায় ৬টিতে। ৩টি টেস্টে ড্র করে বাবর আজমরা। আর ওয়ানডেতে ১১ ম্যাচে অংশ নিয়ে ৬টিতে জয় আর চারটিতে হার এবং একটি ম্যাচে টাই হয়।
টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে মিসবাহর অধীনে পাকিস্তান ৬১ ম্যাচে অংশ নিয়ে ২৯টিতে জয় পেলেও হেরে যায় ২৩ ম্যাচে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি