সিলেট ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২১
প্রতিবেদক
সিলেটে মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ৭ জনের প্রাণহানি ঘটেছে। আর নতুন করে এই এই ভাইরাস শনাক্ত হয়েছে আরও ২৯০ জনের শরীরে। এ্কই সময়ে সিলেটে করোনা থেকে সুস্থ হয়েছেন আরো ২৫৯ জন।
স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় সুত্র এই তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদফতর সুত্র জানায়, গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টার মধ্যে সিলেট বিভাগে করোনাক্রান্ত ৭ জন মারা গেছেন। মৃতদের মধ্যে ৬ জন সিলেটের, অপরজন মৌলভীবাজারের।
এ নিয়ে মৃতের সংখ্যা ১০৫৯ জনে দাঁড়িয়েছে সিলেটে। তন্মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯৬ জনসহ সিলেট জেলাতেই মারা গেছেন ৮৬৯ জন। এছাড়া সুনামগঞ্জের ৭২ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৬ জন রয়েছেন মৃতের তালিকায়।
সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেটে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ২৯০ জন। এর মধ্যে ওসমানী হাসপাতালে ৩৫ জনসহ সিলেটে শনাক্তের সংখ্যা ৮০। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ১২ জন, হবিগঞ্জের ১৫৯ জন এবং মৌলভীবাজার জেলার ৩৯ জন।
সবমিলিয়ে বিভাগে করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ৫২ হাজার ৮১৪ জনে দাঁড়িয়েছে। তন্মধ্যে ওসমানী হাসপাতালে ৪৫৫৩ জনসহ সিলেট জেলায় সর্বোচ্চ ৩২ হাজার ৫৬৩ জন শনাক্ত হয়েছেন। শনাক্তদের মধ্যে সুনামগঞ্জে ৬ হাজার ৮১ জন, হবিগঞ্জে ৬ হাজার ৪৪৩ জন ও মৌলভীবাজারে ৭ হাজার ৭২৭ জন রয়েছেন।
এদিকে, সর্বশেষ চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন আরো ২৫৯ জন। সবমিলিয়ে সুস্থতার সংখ্যা ৪৩ হাজার ৩৩১ জন। এছাড়া, বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩৭১ জন করোনা রোগী ভর্তি রয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি