সিলেট ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২১
অনলাইন ডেস্ক :: সিলেট জেলা সমাজ সেবা কার্যালয়ের অধীনে জেলার গরীব, অসহায়, দুস্থ রোগীরা ১ কোটি ৩৪ লাখ টাকা আর্থিক সহায়তা পেয়েছেন।
জেলার ১৩টি উপজেলা ও একটি সিটি কর্পোরেশনে নাগরিক পেয়েছেন এই আর্থিক সহায়তায়।
সমাজসেবা অধিদফতর প্রতি জেলায় বছরে চার বার গরীব-অসহায় রোগীদের আর্থিক সহায়তা দিয়ে থাকে। এবার দু’কিস্তি মিলিয়ে এক সঙ্গে জেলায় ২৬৮ জনকে দেওয়া এই সহায়তায়।
সিলেট জেলা সমাজসেবা অফিস সূত্র জানিয়েছে, জেলার ২৬৮ জন রোগীকে ৫০ হাজার টাকা করে ১ কোটি ৩৪ লাখ টাকা এক কালিন আর্থিক সহায়তা দেওয়া। ক্যান্সার, কিডনী, সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজি, জন্মগত হৃদরোগী ও থ্যালাসেমিয়া রোগীরা এই আর্থিক সহায়তা পান। সিলেট সিটি কর্পোরেশনে ৩২ জন রোগী পেয়েছেন এই সহায়তা।
উপজেলাগুলোর মধ্যে সিলেট সদরে ১৯, দক্ষিণ সুরমায় ৩০ জন, গোলাপগঞ্জে ৩৮জন, বিয়ানীবাজারে ১৪জন, জকিগঞ্জে ২১ জন, কানাইঘাটে ১৪জন, গোয়াইনঘাটে ১৫জন, বিশ্বনাথে ৩৫জন, বালাগঞ্জে ৮ জন, ওসমানীনগরে ৮জন, ফেঞ্চুগঞ্জে ১০জন, জৈন্তাপুরে ১৬জন ও কোম্পানীগঞ্জের ৮ জন রোগী পেয়েছেন সহায়তা।
জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাশ জানিয়েছেন, জেলার অসুস্থ, গরীব রোগীরা নির্ধারিত ফরমে আবেদন করে এই আর্থিক সহায়তা পেতে পারেন।
তিনি বলেন, “অনেক গরীব রোগী আছেন, যাদের চিকিৎসা করানোর সামর্থ্য নেই, আর্থিক ভাবে অস্বচ্ছল তাদেরকে সহায়তায় সমাজসেবা বদ্ধপরিকর। সরাসরি এক কালীন আর্থিক সহায়তা ছাড়াও গরীব রোগীরা হাসপাতাল সমজাসেবা কার্যালয় থেকে আর্থিক সহায়তা পান।”
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি