প্রেম করার মতো কোনো সঙ্গী আমার নেই: সাফা কবির

প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২১

প্রেম করার মতো কোনো সঙ্গী আমার নেই: সাফা কবির

বিনোদন ডেস্ক :: বর্তমান সময়ের জনপ্রিয় টিভি অভিনেত্রীদের মধ্যে অন্যতম সাফা কবির। ‘অ্যাট এইটিন অলটাইম দৌড়ের ওপর’ নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান তিনি।

এর পর একের পর এক নাটকে অভিনয় করে সাড়া জাগিয়েছেন এ অভিনেত্রী।

তার ‘১৯৯০ লাভ স্টোরি’, ‘তুমি আরেকটি দিন থাকো’ ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে।

রোববার ছিল এই অভিনেত্রীর জন্মদিন। এদিন প্রেমবিষয়ক প্রশ্নের জবাব দিয়েছেন সাফা কবির।

প্রেম-বিয়ে নিয়ে কোনো ভাবনা আছে?- এমন প্রশ্নে সাফা গণমাধ্যমকে বলেন, ‘আমার প্রেম করার মতো কোনো সঙ্গী নেই। আমি এখনও একাই আছি। প্রেম করছি না। আসলে প্রেম, বিয়ে নিয়ে এখনই কিছু ভাবছি না। ভাগ্যে যেটা লেখা আছে, সেটাই হবে। আমার বিয়ে, প্রেম করেও হতে পারে আবার পরিবার থেকেও ছেলে পছন্দ করতে পারেন। বিয়ে নিয়ে আমি দুটাতেই বিশ্বাসী।