বাংলাদেশ সাইকিয়াট্রিক কেয়ার লিমিটেডের যাত্রা শুরু

প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২১

বাংলাদেশ সাইকিয়াট্রিক কেয়ার লিমিটেডের যাত্রা শুরু

নিউজ ডেস্ক ::  নাগরিক জীবনের চাপ সামলিয়ে, নিত্য নতুন শত চাহিদার সঙ্গে তাল মেলাতে গিয়ে অনেকেই মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছেন। চলমান কোভিড অতিমারির এই কঠিন সময়ে আমাদের মানসিক স্বাস্থ্য আরো ভেঙ্গে পড়ছে।

মানসিক স্বাস্থ্যের সব সেবা পেতে মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটতে হয়। বাংলাদেশে একই প্রতিষ্ঠানে আন্তর্জাতিক মানের বিভিন্ন মানসিক স্বাস্থ্যসেবা প্রাপ্তির এই সংকট নিরসনে বাংলাদেশ সাইকিয়াট্রিক কেয়ার লিমিটেড (বিপিসিএল) নামে নতুন একটি প্রতিষ্ঠান আত্মপ্রকাশ করেছে।

এই প্রতিষ্ঠান বাংলাদেশের প্রথম পরামর্শ কেন্দ্র যা মানসিক স্বাস্থ্যসেবার যে কোনো প্রয়োজনে দিচ্ছে ‘ওয়ান স্টপ’ সমাধান।

সোমবার বেলা ১১টায় রাজধানীর সীমান্ত সম্ভার শপিং সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠানে মাধ্যমে যাত্রা শুরু করে বাংলাদেশ সাইকিয়াট্রিক কেয়ার লিমিটেড (বিপিসিএল)।

বিপিসিএল-এ রয়েছেন অভিজ্ঞ, আন্তর্জাতিকভাবে স্বীকৃত মনোরোগ বিশেষজ্ঞ ও মনোবিদ, যারা বাংলাদেশে মনোরোগবিদ্যা ও ক্লিনিক্যাল সাইকোলজির বিভিন্ন সাব-স্পেশালিটি, যেমন, চাইল্ড সাইকিয়াট্রি, সেক্স মেডিসিন, মাদকাসক্তি, সিবিটি, ডায়ালেক্টিক্যাল বিহেভিয়ার থেরাপি, হিপনোথেরাপি, নিউরো-সাইকোলজি, প্যারেন্ট ট্রেনিং, ফ্যামিলি থেরাপি সহ বিভিন্ন বিষয়ে অগ্রদূত, শিক্ষক,গবেষক, সংগঠক।

তাদের সাথে একদল তরুণ ও প্রতিশ্রুতিশীল মনোরোগ বিশেষজ্ঞ ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দল হিসেবে বিশ্বমানের পরিপূর্ণ মানসিক স্বাস্থ্যসেবা সেবা প্রদানে একযোগে কাজ করে যাচ্ছেন।