মৌলভীবাজারে ম্যাজিস্ট্রেসি কেন্টিনের শুভ উদ্বোধন

প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২১

মৌলভীবাজারে ম্যাজিস্ট্রেসি কেন্টিনের শুভ উদ্বোধন

স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নীচ তলায় ম্যাজিস্ট্রেসি কেন্টিন’র যাত্রা শুরু করেছে। বুধবার ১ সেপ্টেম্বর দুপুরে ম্যাজিস্ট্রেসি কেন্টিন এর ফলক উম্মোচন ও ফিতাকাটার মধ্যদিয়ে শুভ উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা ও দায়রা জজ আল-মাহমুদ ফায়জুল কবীর। কেন্টিন এর যাত্রা উপলক্ষে পরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলী আহসান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারুক উদ্দিন, যুগ্ম জেলা জজ (১ম আদালত) সিরাজ উদ্দিন, যুগ্ম জেলা জজ (২য় আদালত) জিয়াদুর রহমান সহ আদালতের অন্যান্য বিচারকগন।
এছাড়া উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি কামরেল আহমদ চৌধুরী ও পাবলিক প্রসিকিউটর এ এস এম আজাদুর রহমান এবং জজশীপের প্রশাসনিক কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী ও নাজির সহ সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠান শেষে জেলা ও দায়রা জজ আল-মাহমুদ ফায়জুল কবীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে একটি গাছের চারা রোপন করেন।