অসুস্থ আ.লীগ নেতা অ্যাড. লুৎফুর রহমানকে দেখতে গেলেন নানক (ভিডিও)

প্রকাশিত: ১:১৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২১

অসুস্থ আ.লীগ নেতা অ্যাড. লুৎফুর রহমানকে দেখতে গেলেন নানক (ভিডিও)

আল-মুক্তাদির রোহান

অসুস্থ হয়ে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. লুৎফুর রহমান।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে তাঁকে দেখতে গিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও যুবলীগের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক। এসময় তিনি পরিবারের লোকজন ও চিকিৎসকের সাথে কথা বলে তাঁর শারীরিক অবস্থার খোঁজবর নেন।

বিষয়টি সিলেট প্রতিদিনকে নিশ্চিত করেছেন সিলেটে জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. শাকির আহমদ শাহিন।

এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড. নাসির উদ্দিন খান প্রমুখ।

অ্যাড. লুৎফুর রহমান গত ৩০আগষ্ট অসুস্থ হয়ে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে সেখানে নিবিড় পর্যবেক্ষন কেন্দ্র (আইসিউতে) স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে তিনি লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ