সিলেট ২৪শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২০
স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি ::
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের সেবা প্রদানে কুলাউড়া উপজেলার যুক্তরাজ্য প্রবাসী দু’কৃতি সন্তান ৩ টি অত্যাধুনিক অক্সিজেন কন্সেনটেটর ও পালস অক্সিমিটার প্রদান করেছেন। দাতারা হলেন যুক্তরাজ্য প্রবাসী কুলাউড়া উপজেলা নিবাসী জালালাবাদ এসোসিয়েশন ইউকের ভাইস প্রেসিডেন্ট এম.এ মুনিম ও মোজাহিদ আলী চৌধুরী। এছাড়া জালালাবাদ এসোসিয়েশন ইতালী শাখার অর্থায়নে হাসপাতালকে ১ টি হুইল চেয়ার প্রদান করা হয়। কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে জালালাবাদ এসোসিয়েশন ইউকের বাংলাদেশ প্রতিনিধি এবং চ্যানেল এস ইউকে সিলেট নিউজ টিমের সিনিয়র ষ্টাফ রিপোর্টার মোঃ হাসানুল হক উজ্জল এর সার্বিক তত্বাবধানে দাতা প্রবাসীদ্বয়ের পক্ষে জালালাবাদ এসোসিয়েশন ইউকের ভাইস প্রেসিডেন্ট ও ইউকে বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশনের সভাপতি এম.এ মুনিম এর জেষ্ট ভ্রাতা কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সহ-সভাপতি মাওঃ আব্দুল ওয়াহিদ কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ নুরুল হক এর কাছে অত্যাধুনিক চিকিৎসা সেবা প্রদানের দ্রব্যাদি আনুষ্টানিকভাবে হস্তান্তর করেন। হস্তান্তর অনুষ্টানে প্রবাসীদের করোনা পরিস্থিতিতে চিকিৎসা সেবায় কুলাউড়া উপজেলা স্বাস্থ্য প্রশাসনকে প্রশংসনীয় সহায়তা প্রদানের জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন কুলাউড়া ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী, কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ নুরুল হক ও আরএমও ডাঃ জাকির হোসেন, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, দাতার পক্ষে জেষ্ট ভ্রাতা কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সহ-সভাপতি মাওঃ আব্দুল ওয়াহিদ প্রমুখ। অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেনিটারী ইন্সপেক্টার জসিম উদ্দিন আহমেদ, কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাধারন সম্পাদক মইনুল ইসলাম শামীম, কেবিসি নিউজের বার্তা প্রধান মোঃ আতিকুর রহমান আখই, উপজেলা কাজী সমিতির যুগ্ম-সম্পাদক কাজী মাওঃ মখলিছুর রহমান, আব্দুর রব, কুলাউড়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে খতিব মাওঃ মোঃ আহসান উদ্দিন প্রমুখ। জালালাবাদ এসোসিয়েশন ইউকের বাংলাদেশ প্রতিনিধি মোঃ হাসানুল হক উজ্জল জানান অত্যাধুনিক অক্সিজেন কন্সেনটেটর ও পালস অক্সিমিটার দিয়ে শ^াসকষ্টজনিত রোগী ছাড়াও কোভিড-১৯ আক্রান্তরা বিনা খরছে হাসপাতালে অথবা বাসায় নিয়ে প্রাথমিক চিকিৎসাসেবা নিতে পারবেন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি