বড়লেখায় পুকুরে ডুবে নারীর মৃত্যু

প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২০

বড়লেখায় পুকুরে ডুবে নারীর মৃত্যু

স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখায় গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মিতা বেগম (২৭) নামে ৩ সন্তানের মায়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ুপুরে এই ঘটনা ঘটে। খবর পেয়ে বিকেলে পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহত মিতা বেগম উপজেলারাসেরবাজার ইউপির ধর্মদেহী গ্রামের নজমুল ইসলামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, মিতা বেগম সকাল এগারোটার দিকে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান। ুপুর ১২টার দিকে পরিবারের লোকজন পুকুরের পানিতে তার ভাসমান লাশ খেতে পান। খবর পেয়ে বিকেলে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করে।

এব্যাপারে বড়লেখা থানার এসআই হযরত আলী মঙ্গলবার রাতে বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।