সিলেট ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২১
নিউজ ডেক্স :: সিলেটে করোনাভাইরাসে সংক্রমণের হার ১০ শতাংশের নিচে নেমে এসেছে। সর্বশেষ চব্বিশ ঘন্টায় নমুনা পরীক্ষায় সংক্রমণের হার ৯.৭৯ ভাগ। এ সময়ে মারা গেছেন আরো ৬ জন।
স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টার মধ্যে সিলেটে ৬ জন মারা গেছেন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ জনসহ সবাই সিলেট জেলাতেই মৃত্যুবরণ করেছেন।
এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা ১০৯৭ জনের দাঁড়িয়েছে। এর মধ্যে ওসমানী হাসপাতালে ১০৪ জনসহ সিলেট জেলাতেই মাারা গেছেন ৯০৬ জন। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৭২ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৭ জন রয়েছেন।
সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে করোনাক্রান্ত ৯৫ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ওসমানী হাসপাতালে ১৭ জনসহ সিলেট জেলায় শনাক্ত হয়েছেন ৬৮ জন। এছাড়া সুনামগঞ্জের ৬ জন, মৌলভীবাজারের ১৫ জন ও হবিগঞ্জের ৬ জন রয়েছেন।
৯৭০ জনের নমুনা পরীক্ষায় তাদেরকে শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ৯.৭৯ ভাগ। দীর্ঘ ১১৫ দিন পর সিলেটে শনাক্তের হার ১০ শতাংশের নিচে নেমে আসে গত সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যবর্তী চব্বিশ ঘন্টা সময়ে। এরপর আজ আবারও শনাক্তের হার ১০ এর নিচে নামলো।
সবমিলিয়ে সিলেট বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৩ হাজার ৩৯১ জন। এর মধ্যে ৩২ হাজার ৯০০ জনই শনাক্ত হয়েছেন সিলেট জেলায়। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৬১৪৩ জন, মৌলভীবাজারের ৭৮৩৭ জন ও হবিগঞ্জের ৬৫১১ জন রয়েছেন।
তবে আক্রান্তদের মধ্যে ৪৫ হাজার ১২৭ জনই সুস্থ হয়ে ওঠেছেন। সর্বশেষ চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩৫৮ জন।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, বর্তমানে ২১৭ জন করোনা রোগী সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি