সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২১
নিউজ ডেক্স :: এখানে উপযুক্ত কোন বিএনপিও নেই। যারা আছে তাদের নিয়ে দলটি কোনদিন অগ্রসর হতে পারবেন না বলে মন্তব্য করেছেন সিলেট-৩ আসনের উপনির্বাচনে পরাজিত স্বতন্ত্র প্রার্থী শফি আহমদ চৌধুরী। সদ্যনির্বাচিত সাংসদ হাবিবুর রহমান হাবিব শফি চৌধুরীর সিলেট মহানগরীর দরগামহল্লার বাসায় তাকে শুভেচ্ছা জানাতে গেলে শফি চৌধুরী এমন মন্তব্য করেন।
আজ রোববার ( ৫ সেপ্টেম্বর ) বিকেলে হাবিব শফির বাসায় গিয়েছিলেন। এসময় তারা একে অন্যের সাথে কুশল বিনিময় করেন।
এসময়ে একটি ফেসবুক পেইজের লাইভে এসে বলেন, বিএনপি কয়জন করে? তারাতো শুধু পত্রপত্রিকায় বিবৃতি আর টিভি চ্যানেলে কথা বলে রাজনীতি করছে। নিজের পুরানো দল সম্পর্কে তিনি বলেন, জিয়ার বিএনপি একরকম ছিল। এখন দলটি চালাচ্ছেন তারেক জিয়া। কিভাবে চালাচ্ছেন তিনিই জানেন। তবে জিয়া বঙ্গবন্ধুর আন্ডারে কাজ করেছেন।
নিজে উপনির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, আমাকে বিএনপির কেউ নির্বাচন করার জন্য বলেনি। নিজেই গরীব দুখি মানুষের অনুরোধে এসেছি এবং নির্বাচনে অংশগ্রহণ করেছি। তিনি স্বীকার করেন নির্বাচন সুষ্ঠ সুন্দর হয়েছে।
এরপর বিএনপি নেতাকর্মীদের ব্যাপারে চরম অসন্তোষ প্রকাশ করলেন শফি চৌধুরী। বললেন, তাদের কিছু আমার সাথে ছিল। এরপর কি করেছে না করেছে জানিনা। তারাই জানে। এখানেত কোন উপযুক্ত বিএনপিও ( নেতাকর্মী) নেই। বিশেষ করে সিলেট-৩ আসনে বিএনপির যেসব নেতাকর্মী আছেন তাদের উপর আমার কোনই ভরসা নেই। এদের নিয়ে বিএনপিও কোনদিন অগ্রসর হতে পারবেনা।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি