সিলেট জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি’কে নাসির উদ্দিন খানের অভিনন্দন

প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২১

সিলেট জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি’কে নাসির উদ্দিন খানের অভিনন্দন

ডেস্ক রিপোর্ট :: সিলেট জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরীকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খানের অভিনন্দন।

শফিকুর রহমান চৌধুরীকে প্রেরিত পত্রে ওবায়দুল কাদের উল্লেখ করেন ‘সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোহাম্মদ লুৎফুর রহমানের মৃত্যুজনিত কারণে সভাপতির পদ শূন্য হওয়ায় সংগঠনের গঠনতন্ত্রের বিধি মোতাবেক বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ আপনাকে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি পদে দায়িত্ব প্রদান করেছে।

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এই সিন্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

প্রসঙ্গত, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান গত বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮১ বছর।

এ সংক্রান্ত আরও সংবাদ