ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২১

ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

অনলাইন নিউজ ডেক্স :: ঠাকুরগাওয়ের হরিপুর উপজেলায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার রাত ১০টার দিকে উপজেলার গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার সকালে ছেলেকে আটক করেছে পুলিশ।

হরিপুর থানার ওসি আওরঙ্গজেব জানান, পারিবারিক কলহের জেরে রোববার রাত ১০টার দিকে গোপালপুর গ্রামের নুরুল ইসলামের মাথায় বাঁশের লাঠি দিয়ে আঘাত করে তার ছেলে জয়নুল। গুরুতর জখম অবস্থায় পিতাকে হরিপুর হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, হত্যার বিষয়টি কাউকে না জানিয়ে তড়িঘড়ি করে সকালে লাশ দাফনের ব্যবস্থা করা হয়। খবর পেয়ে পুলিশ জয়নুলকে আটক করে। দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠায় পুলিশ

এ সংক্রান্ত আরও সংবাদ