কানাইঘাটে আলকাছ হত্যা মামলায় গ্রেফতার দুই

প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২১

কানাইঘাটে আলকাছ হত্যা মামলায় গ্রেফতার দুই

 

 

নিজস্ব প্রতিবেদক:: কানাইঘাটে আলকাছ হত্যা মামলার দুই আসামি নাঈম উদ্দিন (৫০) ও সাফিয়া বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (০৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে কানাইঘাট বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, রোববার বেলা আড়াইটার দিকে আলকাছ উদ্দিনের বাড়ির উত্তর পাশের যৌথ মালিকানাধীন একটি খালে তার দুই ছেলে মারুফ আহমদ ও মাসুদ আহমদসহ পানি সেচ করতে থাকে। এসময় আলকাছ উদ্দিনের চাচাতো ভাই নাইমুল হক ওরফে নাঈম আহমদ (১৭) ও মো. রেজা (২০) খালে সেচ করতে নিষেধ করলে উভয়পক্ষের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। একপর্যায়ে নাঈম রাস্তার পাশে থাকা একটি বাঁশ দিয়ে আলকাছ উদ্দিনের মাথায় আঘাত করে। আঘাতটি তার ডান চোখের উপরে কপালে লেগে সাথে সাথে প্রচণ্ড রক্তক্ষরণ হয়ে তিনি মাটিতে পড়েন। তাৎক্ষণিক আলকাছ উদ্দিনকে তার আত্মীয়-স্বজনরা উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করে।

এব্যাপারে কানাইঘাট থানায় একটি হত্য মামলা দায়ের হলে এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি নাইমুল হক ওরফে নাঈম আহমদ ও সাফিয়া বেগমকে পুলিশ গ্রেপ্তার করে।

এছাড়া অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।

এ সংক্রান্ত আরও সংবাদ