সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২১
নিজস্ব প্রতিবেদক:: কানাইঘাটে আলকাছ হত্যা মামলার দুই আসামি নাঈম উদ্দিন (৫০) ও সাফিয়া বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (০৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে কানাইঘাট বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, রোববার বেলা আড়াইটার দিকে আলকাছ উদ্দিনের বাড়ির উত্তর পাশের যৌথ মালিকানাধীন একটি খালে তার দুই ছেলে মারুফ আহমদ ও মাসুদ আহমদসহ পানি সেচ করতে থাকে। এসময় আলকাছ উদ্দিনের চাচাতো ভাই নাইমুল হক ওরফে নাঈম আহমদ (১৭) ও মো. রেজা (২০) খালে সেচ করতে নিষেধ করলে উভয়পক্ষের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। একপর্যায়ে নাঈম রাস্তার পাশে থাকা একটি বাঁশ দিয়ে আলকাছ উদ্দিনের মাথায় আঘাত করে। আঘাতটি তার ডান চোখের উপরে কপালে লেগে সাথে সাথে প্রচণ্ড রক্তক্ষরণ হয়ে তিনি মাটিতে পড়েন। তাৎক্ষণিক আলকাছ উদ্দিনকে তার আত্মীয়-স্বজনরা উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করে।
এব্যাপারে কানাইঘাট থানায় একটি হত্য মামলা দায়ের হলে এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি নাইমুল হক ওরফে নাঈম আহমদ ও সাফিয়া বেগমকে পুলিশ গ্রেপ্তার করে।
এছাড়া অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি